• রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ০৬:১৮ পূর্বাহ্ন

মৌসুমি বায়ু দুর্বল, সারাদেশে বৃষ্টি কমে গরম বেড়েছে

আবহাওয়া ডেস্ক / ১৯
রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫
rain 20250907124132

মৌসুমি বায়ুর সক্রিয়তা কমে যাওয়ায় সারাদেশে বৃষ্টি কমে গেছে। এতে তাপমাত্রা বেড়ে অস্বস্তি বাড়ছে। বাতাসে জলীয় বাষ্পের আধিক্যের কারণে গরমের ভোগান্তি আরও তীব্র হয়েছে।

আবহাওয়া অধিদপ্তর জানায়, আগস্টের শেষ দিক থেকেই বৃষ্টি কমতে শুরু করেছে। সেপ্টেম্বরেও একই ধারা অব্যাহত রয়েছে। বর্তমানে বৃষ্টি হচ্ছে বিচ্ছিন্নভাবে। রোববার দেশে সর্বোচ্চ ৩৬.২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে কুমিল্লায়। ঢাকাতেও তাপমাত্রা ছিল ৩৬ ডিগ্রি। দেশের অধিকাংশ স্থানে তাপমাত্রা ছিল ৩৪ থেকে ৩৫.৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে।

গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ৮২ মিলিমিটার বৃষ্টি হয়েছে পঞ্চগড়ে। তবে ৫১টি আবহাওয়া স্টেশনের মধ্যে ৩০টিতেই কোনো বৃষ্টিপাত রেকর্ড হয়নি।

আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ কবির বলেন, “সেপ্টেম্বর মাসে সাধারণত কিছুটা বৃষ্টি হয়। কিন্তু এবার তুলনামূলকভাবে কম হয়েছে। ফলে তাপমাত্রা সামান্য বাড়লেই গরম বেশি অনুভূত হচ্ছে।”

তিনি জানান, আগামী ১১ সেপ্টেম্বর থেকে দেশে বৃষ্টিপাত বাড়তে পারে। তখন দিন ও রাতের তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমবে। এর আগ পর্যন্ত বৃষ্টিহীন এলাকায় গরম অব্যাহত থাকবে।

রোববার রংপুর, ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেটের কিছু স্থানে এবং রাজশাহী, খুলনা ও বরিশালের দু-এক জায়গায় দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণও হতে পারে।


এই বিভাগের অন্যান্য সংবাদ