• রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ০৬:১৮ পূর্বাহ্ন

হাটহাজারী মাদ্রাসার সামনে অশালীন ভঙ্গি, যুবক আটক

নিজস্ব প্রতিবেদক / ৪১
শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৫
20250906 2206 image

চট্টগ্রামের হাটহাজারী মাদ্রাসার সামনে মধ্যমা আঙুল দেখিয়ে অশালীন ভঙ্গি করে ফেসবুকে পোস্ট দেওয়ার ঘটনায় আরিয়ান ইব্রাহীম (২০) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

শনিবার (৬ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে জশনে জুলুস থেকে ফেরার পথে ফটিকছড়ি পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের শফিকিয়া দরবার শরীফ এলাকা থেকে তাকে আটক করা হয়। আরিয়ান স্থানীয় মৃত মো. মুছার ছেলে।

পুলিশ জানায়, দুপুরে জশনে জুলুসে যাওয়ার সময় হাটহাজারী মাদ্রাসার সামনে দাঁড়িয়ে অশালীন ভঙ্গিতে ছবি তোলেন আরিয়ান এবং তা ফেসবুকে পোস্ট করেন। মুহূর্তেই ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ফটিকছড়ি ও হাটহাজারীতে ব্যাপক ক্ষোভ ও উত্তেজনা ছড়িয়ে পড়ে।

ঘটনার পর ফেসবুক লাইভে দুঃখপ্রকাশ করে ক্ষমা চান আরিয়ান। তবে উত্তেজনা থামেনি। এ ঘটনায় হাটহাজারী মাদ্রাসা এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লে মাদ্রাসা কর্তৃপক্ষ মাইকে ঘোষণা দিয়ে ছাত্রদের শান্ত থাকতে আহ্বান জানায়।

এদিকে, আরিয়ানের ফেসবুক আইডিতে নিজেকে ফটিকছড়ি পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সভাপতি হিসেবে পরিচয় দিলেও সংগঠনটির সভাপতি একরাম উল্লাহ চৌধুরী জানান, তিনি ছাত্রদলের কেউ নন। বিভ্রান্তি ছড়ানোর অভিযোগে সংগঠনটির পক্ষ থেকে প্রশাসনকে আইনগত ব্যবস্থা নিতে অনুরোধ জানানো হয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার (হাটহাজারী সার্কেল) কাজী তারেক আজিজ জানান, আরিয়ানকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এদিকে হাটহাজারী বাসস্টেশন এলাকায় উত্তেজিত জনতা সড়ক অবরোধ করে কয়েকটি গাড়ি ভাঙচুর চালায়।

ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোজাম্মেল হক চৌধুরী বলেন, অভিযুক্তের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। একইসঙ্গে তিনি সাধারণ মানুষকে শান্ত থাকার আহ্বান জানান।


এই বিভাগের অন্যান্য সংবাদ