• বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ০১:৫৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
চট্টগ্রাম বন্দরে প্রতিদিন ২–২.৫ কোটি টাকার চাঁদাবাজি: শ্রম উপদেষ্টা মাত্র ৯দিনে চবি ভর্তি পরীক্ষার আবেদন লাখ ছাড়িয়েছে এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায় অবতরণ করছে না, অনিশ্চিত খালেদা জিয়ার লন্ডন যাত্রা স্বামীকে নিয়ে চিরকুট লিখে গৃহবধূর আত্মহত্যা সাংস্কৃতিক শক্তিতে বদলে যেতে পারে কক্সবাজারের পর্যটন চট্টগ্রামে পেঁয়াজের বাজারে নেমেছে স্বস্তির হাওয়া, তবে ব্যবসায়ীরা শঙ্কায় এক স্থলবন্দর দিয়েই এসেছে ৬০ টন পেঁয়াজ চট্টগ্রামের ‘ক্যান্ডি’র স্বাদের জিলাপির সিরায় ভাসছিল মাছি–মশা চট্টগ্রাম বন্দর নিয়ে বিএনপির কঠোর হুশিয়ারি এনসিপির সঙ্গে জোটে গেলো এবি পার্টি ও রাষ্ট্র সংস্কার আন্দোলন

 ‘ছাত্রলীগই ভালো ছিল, ধরে ধরে পেটাতো’ : জবি হল প্রভোস্ট

নিজস্ব প্রতিবেদক / ৬৪
শুক্রবার, ৫ সেপ্টেম্বর, ২০২৫
Untitled 6 1757064899 1

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একমাত্র ছাত্রী হল নওয়াব ফয়জুন্নেসা চৌধুরানী হলের লাইব্রেরি থেকে নিয়মিত বই চুরির বিষয়ে সংবাদ প্রকাশ করায় সাংবাদিককে হুমকি দিয়েছেন হল প্রভোস্ট অধ্যাপক আঞ্জুমান আরা। তিনি বলেন, “আগে ছাত্রলীগ ছিল না? তারাই ভালো ছিল, ধরে ধরে পেটাতো, ওইটাই ঠিক ছিল।”

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) দিবাগত রাতে এক সাংবাদিকের সঙ্গে মুঠোফোনে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

সাংবাদিককে উদ্দেশ্য করে তিনি আরও বলেন, “ও আমার হলের শৃঙ্খলা কমিটিতে আসবে, নিউজের জন্য জবাবদিহি করবে। আবার নিউজ করবে, এতো সময় নাই সাংবাদিকদের সঙ্গে কথা বলার।”

প্রভোস্ট আরও মন্তব্য করেন, “আমি সাদা দলের লোক না, তাই প্রভোস্ট হয়েছি। এত ঠেকা নাই আমার। নির্বাচন হলে দলের লোক আসবে, কেউ দায়িত্ব নিতে চাইলে তখন দায়িত্ব ছেড়ে দেব।”

এর আগে বই চুরির ঘটনা নিয়ে বৃহস্পতিবার রাতে দৈনিক দেশ রূপান্তর অনলাইনে সংবাদ প্রকাশিত হয়। এরপর ক্ষুব্ধ হয়ে প্রভোস্ট সাংবাদিক ফাতেমা আলীকে ‘হলুদ সাংবাদিক’ আখ্যা দিয়ে বিভিন্ন ফেসবুক গ্রুপে মন্তব্য করেন এবং রাত ১২টার দিকে হোয়াটসঅ্যাপে বার্তা পাঠিয়ে শৃঙ্খলা কমিটির সভায় হাজির হওয়ার নির্দেশ দেন।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম বলেন, “আমি বই চুরির বিষয়ে অবগত আছি। তবে সাংবাদিকের সঙ্গে এ ধরনের আচরণের বিষয়ে জানি না। যদি সত্যিই এমন ঘটে থাকে, তাহলে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নেব।”

এরআই/দেশবিদেশ 


এই বিভাগের অন্যান্য সংবাদ