• সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ০৬:১৫ অপরাহ্ন
শিরোনামঃ
চট্টগ্রাম বন্দরে প্রতিদিন ২–২.৫ কোটি টাকার চাঁদাবাজি: শ্রম উপদেষ্টা মাত্র ৯দিনে চবি ভর্তি পরীক্ষার আবেদন লাখ ছাড়িয়েছে এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায় অবতরণ করছে না, অনিশ্চিত খালেদা জিয়ার লন্ডন যাত্রা স্বামীকে নিয়ে চিরকুট লিখে গৃহবধূর আত্মহত্যা সাংস্কৃতিক শক্তিতে বদলে যেতে পারে কক্সবাজারের পর্যটন চট্টগ্রামে পেঁয়াজের বাজারে নেমেছে স্বস্তির হাওয়া, তবে ব্যবসায়ীরা শঙ্কায় এক স্থলবন্দর দিয়েই এসেছে ৬০ টন পেঁয়াজ চট্টগ্রামের ‘ক্যান্ডি’র স্বাদের জিলাপির সিরায় ভাসছিল মাছি–মশা চট্টগ্রাম বন্দর নিয়ে বিএনপির কঠোর হুশিয়ারি এনসিপির সঙ্গে জোটে গেলো এবি পার্টি ও রাষ্ট্র সংস্কার আন্দোলন

মাত্র ৯দিনে চবি ভর্তি পরীক্ষার আবেদন লাখ ছাড়িয়েছে

চবি প্রতিবেদক / ৬
সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫
1765177087 5b795bdba5d8c51ccee78cd0570d893a

গত ১ ডিসেম্বর থেকে শুরু হয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি পরীক্ষার আবেদন। মাত্র ৯দিনে আবেদন জমা পড়েছে ১ লাখ ১২ হাজার ৬৮৮টি।

সোমবার (৮ ডিসেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন ভর্তি কমিটির সদস্যসচিব এস এম আকবর হোছাইন।

এস এম আকবর হোছাইন বলেন, বিজ্ঞান অনুষদভুক্ত ‘এ’ ইউনিটে সর্বাধিক ৪৮ হাজার ৮৬ জন শিক্ষার্থী আবেদন করেছেন। ব্যবসায় শিক্ষা অনুষদভুক্ত ‘বি’ ইউনিটে আবেদন করেছেন ৩০ হাজার ৮৯৬ জন ভর্তিচ্ছু। ব্যবসায় প্রশাসন অনুষদের অধীনে ‘সি’ ইউনিটে এখন পর্যন্ত মোট ৭ হাজার ৫০০ জন এবং সমাজবিজ্ঞান অনুষদভুক্ত ‘ডি’ ইউনিটে আবেদন করেছেন ২৩ হাজার ৭৫১ জন শিক্ষার্থী। এ ছাড়া বি-১ উপ-ইউনিটে আবেদন পড়েছে ৫৪৬টি, বি-২ উপ-ইউনিটে ১ হাজার ৫১১টি এবং ডি-১ উপ-ইউনিটে আবেদনকারীর সংখ্যা ৩৯৮ জন।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, নির্ধারিত সময় অর্থাৎ ১৫ ডিসেম্বরের মধ্যে অনলাইনে আবেদন প্রক্রিয়া চলমান থাকবে।

এআর/দেশবিদেশ


এই বিভাগের অন্যান্য সংবাদ