• বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ০৫:৪৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
চট্টগ্রাম বন্দরে প্রতিদিন ২–২.৫ কোটি টাকার চাঁদাবাজি: শ্রম উপদেষ্টা মাত্র ৯দিনে চবি ভর্তি পরীক্ষার আবেদন লাখ ছাড়িয়েছে এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায় অবতরণ করছে না, অনিশ্চিত খালেদা জিয়ার লন্ডন যাত্রা স্বামীকে নিয়ে চিরকুট লিখে গৃহবধূর আত্মহত্যা সাংস্কৃতিক শক্তিতে বদলে যেতে পারে কক্সবাজারের পর্যটন চট্টগ্রামে পেঁয়াজের বাজারে নেমেছে স্বস্তির হাওয়া, তবে ব্যবসায়ীরা শঙ্কায় এক স্থলবন্দর দিয়েই এসেছে ৬০ টন পেঁয়াজ চট্টগ্রামের ‘ক্যান্ডি’র স্বাদের জিলাপির সিরায় ভাসছিল মাছি–মশা চট্টগ্রাম বন্দর নিয়ে বিএনপির কঠোর হুশিয়ারি এনসিপির সঙ্গে জোটে গেলো এবি পার্টি ও রাষ্ট্র সংস্কার আন্দোলন

মহসিন কলেজে ছাত্রকে মারধরের অভিযোগ, শিবির কর্মীদের বিরুদ্ধে

নিজস্ব প্রতিবেদক / ৪১
বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫
Screenshot 20250904 013857 Canva

চট্টগ্রামের সরকারি মহসিন কলেজে স্নাতক প্রথম বর্ষের গণিত বিভাগের ছাত্র সাইমুন ইব্রাহীম তকিকে মারধরের অভিযোগ উঠেছে ছাত্রশিবিরের নেতাকর্মীদের বিরুদ্ধে। পরে তাকে ছাত্রদলের এক নেতা উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) দুপুরে মহসিন কলেজ ক্যাম্পাসে এ ঘটনা ঘটে। কক্সবাজারের বাসিন্দা সাইমুন জানান, গত ১১ আগস্ট কলেজ ছাত্রনিবাসে সিট পেতে হলে সুপারের কাছে আবেদন করলে তিনি শিবিরের এক দায়িত্বশীলের সঙ্গে যোগাযোগ করতে বলেন। ওই সময় শিবিরকর্মীরা তাকে সংগঠনে যোগ দিতে চাপ দেন। তিনি রাজনীতি না করার কথা জানালে এর জের ধরে মঙ্গলবার ক্লাসে যাওয়ার পথে তাকে ডেকে নিয়ে মারধর করা হয়। এতে তার নাক-মুখ ফেটে যায়।

হামলার শিকার সাইমুন বলেন, “তারা আমাকে বলে তুই ছাত্রদল করিস, এরপর মারধর করে। এই যদি হয় ক্যাম্পাসের নিরাপত্তা ব্যবস্থা, তাহলে আমরা নিরাপদ শিক্ষা কোথায় পাবো?”

ঘটনার সময় উপস্থিত থেকে আহত ছাত্রকে উদ্ধার করেন ছাত্রদলের মেম্বার সেক্রেটারি জাহাঙ্গীর হাবিব। তিনি বলেন, “শিবিরকর্মীরা তকিকে বেধড়ক পেটানোর কারণে তার নাক ফেটে গেছে। আমরা তাকে চট্টগ্রাম মেডিকেলে ভর্তি করিয়েছি। সাধারণ শিক্ষার্থীর ওপর এ ধরনের হামলার বিচার চাই।”

এ বিষয়ে জানতে চাইলে ছাত্রনিবাসের দায়িত্বে থাকা রেজাউল করিম বলেন, “আমি কেন সিট পেতে শিবিরকর্মীর সঙ্গে কথা বলতে বলবো? এটি একটি মিথ্যাচার।”

তবে কলেজে ছাত্রশিবিরের কোনো কমিটি না থাকায় সংগঠনের পক্ষ থেকে কারও বক্তব্য জানা সম্ভব হয়নি। এ ঘটনায় কলেজ অধ্যক্ষ প্রফেসর মো. কামরুল ইসলামের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি।

এআরই/দেশবিদেশ


এই বিভাগের অন্যান্য সংবাদ