• বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ১১:০৭ অপরাহ্ন
শিরোনামঃ
চট্টগ্রাম বন্দরে প্রতিদিন ২–২.৫ কোটি টাকার চাঁদাবাজি: শ্রম উপদেষ্টা মাত্র ৯দিনে চবি ভর্তি পরীক্ষার আবেদন লাখ ছাড়িয়েছে এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায় অবতরণ করছে না, অনিশ্চিত খালেদা জিয়ার লন্ডন যাত্রা স্বামীকে নিয়ে চিরকুট লিখে গৃহবধূর আত্মহত্যা সাংস্কৃতিক শক্তিতে বদলে যেতে পারে কক্সবাজারের পর্যটন চট্টগ্রামে পেঁয়াজের বাজারে নেমেছে স্বস্তির হাওয়া, তবে ব্যবসায়ীরা শঙ্কায় এক স্থলবন্দর দিয়েই এসেছে ৬০ টন পেঁয়াজ চট্টগ্রামের ‘ক্যান্ডি’র স্বাদের জিলাপির সিরায় ভাসছিল মাছি–মশা চট্টগ্রাম বন্দর নিয়ে বিএনপির কঠোর হুশিয়ারি এনসিপির সঙ্গে জোটে গেলো এবি পার্টি ও রাষ্ট্র সংস্কার আন্দোলন

পটিয়ায় ট্যাংক পরিষ্কার করতে নেমে দুই শ্রমিকের মৃত্য

নিজস্ব প্রতিবেদক / ২৬
মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫
cvoice24 2508260551

চট্টগ্রামের পটিয়া উপজেলার আশিয়া ইউনিয়নে ট্যাংক পরিষ্কার করতে নেমে শ্বাসরুদ্ধ হয়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৬ আগস্ট) দুপুরে ইউনিয়নের দক্ষিণ আশিয়া ৩নং ওয়ার্ডের আলী আহমেদ ডিলারের বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন— নাজু (২৭), মৃত সোলাইমানের ছেলে এবং তারেক (১৯), আবদুল আলিমের একমাত্র ছেলে। দুজনেই একই এলাকার বাসিন্দা।

স্থানীয়রা জানান, ট্যাংকের ভেতরে কাজ করার সময় শ্বাসকষ্টে তারা অজ্ঞান হয়ে পড়েন। পরে খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে তাদের মৃতদেহ উদ্ধার করে।

পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুজ্জামান বলেন, “ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।”

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ ও স্থানীয় প্রশাসন ইতোমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছে।


এই বিভাগের অন্যান্য সংবাদ