
“আমাকে মাফ করে দিবেন সবাই। এমন মানুষের সাথে সংসার করার চাইতে আমি নিজেই মরে যাওয়া ভালো।” চিরকুটে কথা লিখে নিজের প্রিয় মানুষটির বিরুদ্ধে অভিযোগ এনে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করলেন এক গৃহবধূ।
৮ ডিসেম্বর (সোমবার) চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নের আজিমপুর ১ নম্বর ওয়ার্ডের সেকান্দার মাঝির বাড়িতে ঘটে এই মর্মান্তিক ঘটনা।
নিহত গৃহবধূ আয়েশা সিদ্দীকা (১৯) ঐ এলকার ওমান প্রবাসী লিয়াকত আলীর স্ত্রী ।
স্থানী প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, নিহত গৃহধধূর আয়েশার ঘরের দরজা ভেতর থেকে বন্ধ ছিল। পরে দরজা ভেঙে ভেতরে ঢুকে দেখা যায় সিলিং ফ্যানের সাথে গলায় ফাঁস লাগানো অবস্থায় ঝুলছেন তিনি। ঘটনাস্থল থেকে একটি চিরকুট উদ্ধার করা হয়। যেখানে- আমাকে মাফ করে দিবেন সবাই। এমন মানুষের সাথে সংসার করার চাইতে আমি নিজেই মরে যাওয়া ভালো।
এলাকাবাসী জানান, তিন বছর আগে আয়েশার বিয়ে হয় লিয়াকত আলীর সঙ্গে। তিন মাস আগে লিয়াকত প্রবাসে যান। স্থানীয়দের দাবি, লিয়াকত ও তার পরিবারের সদস্যরা শান্ত-শিষ্ট হলেও আয়েশা কিছুটা মানসিক অস্থিরতায় ভুগতেন। তবে কেউ কেউ এটিকে আত্মহত্যা নয়, পরিকল্পিত হত্যাকাণ্ড বলেও সন্দেহ প্রকাশ করেছেন।
মেহেদী/দেশবিদেশ