• শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০৮:২৪ অপরাহ্ন

চট্টগ্রামে বলাৎকারের দায়ে মাদ্রাসা শিক্ষকের যাবজ্জীবন কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক / ৪৭
বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫
1761678092 3d1ebddbad515a24d7b967e27b926ed5

চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানার একটি হিফজ মাদ্রাসায় ১০ বছরের এক শিক্ষার্থীকে বলাৎকারের দায়ে শিক্ষক মো. আবদুল মজিদ (২৪) কে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল।

মঙ্গলবার (২৮ অক্টোবর) চট্টগ্রামের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৭ এর বিচারক এসএম জিয়াউর রহমান এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত আবদুল মজিদ কক্সবাজারের পেকুয়া উপজেলার টইটং এলাকার বাসিন্দা। ঘটনার সময় তিনি নগরের পাঁচলাইশ থানার বিবিরহাট এলাকায় একটি মাদ্রাসায় শিক্ষকতা করতেন ।

আদালতের বেঞ্চ সহকারী কফিল উদ্দিন জানান, মামলায় আটজন সাক্ষীর জবানবন্দি ও প্রমাণ বিশ্লেষণে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। পাশাপাশি তাকে ২০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন।

মামলার নথি অনুসারে, ২০২২ সালের ২৬ ফেব্রুয়ারি সকাল ১১টার দিকে মাদ্রাসার শিক্ষার্থীদের শয়নকক্ষে ডেকে নিয়ে ভয়ভীতি দেখিয়ে ১০ বছরের শিশুটিকে বলাৎকার করেন শিক্ষক মজিদ। পরে কাউকে না বলার জন্য শপথ করিয়ে শিশুটিকে বিস্কুট ও চানাচুর দেন।পরদিন রাতে শিশুটির আচরণ ও শারীরিক অস্বাভাবিকতা লক্ষ্য করে জিজ্ঞাসাবাদ করলে ঘটনাটি ফাঁস হয়ে যায়। শিশুটির বাবা পরদিনই পাঁচলাইশ মডেল থানায় মামলা করেন।

তদন্ত শেষে পুলিশ আদালতে অভিযোগপত্র দাখিল করে। এরপর ২০২২ সালের ৬ সেপ্টেম্বর অভিযোগ গঠন করে বিচার শুরু হয়। দীর্ঘ শুনানি ও সাক্ষ্যগ্রহণ শেষে দুই বছর পর এ রায় ঘোষণা হলো।

এমইচকে/দেশবিদেশ


এই বিভাগের অন্যান্য সংবাদ