
শারদীয় দুর্গাপূজা ঘিরে সারাদেশে শুরু হয়েছে ব্যাপক নিরাপত্তা প্রস্তুতি। আগামী ২৪ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর পর্যন্ত টানা নয় দিন দেশের ৩১ হাজার ৫৭৬টি পূজামণ্ডপে দায়িত্ব পালন করবেন ২ লাখ প্রশিক্ষণপ্রাপ্ত আনসার ও ভিডিপি সদস্য। এ তথ্য নিশ্চিত করেছেন বাহিনীর উপপরিচালক মো. আতিকুজ্জামান।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী পূজামণ্ডপগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে ইতোমধ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। নিরাপত্তার মান নিশ্চিত করতে পূজামণ্ডপগুলোকে ঝুঁকির ভিত্তিতে তিন ভাগে ভাগ করা হয়েছে:
অধিক গুরুত্বপূর্ণ পূজামণ্ডপে থাকবেন ৮ জন সদস্য,গুরুত্বপূর্ণ পূজামণ্ডপে ৬ জন,আর সাধারণ পূজামণ্ডপে দায়িত্ব পালন করবেন ৪ জন সদস্য।
এ ছাড়া দেশের ৬৪ জেলায় ৯২টি ব্যাটালিয়ন আনসার স্ট্রাইকিং ফোর্স নিয়মিত টহল দেবে।
প্রথমবারের মতো এবার চালু করা হয়েছে প্রযুক্তিনির্ভর ‘শারদীয় সুরক্ষা অ্যাপস’। যেকোনো দুর্ঘটনা বা অনাকাঙ্ক্ষিত ঘটনা তাৎক্ষণিকভাবে রেকর্ড করে এই অ্যাপসের মাধ্যমে আইন–শৃঙ্খলা বাহিনীর সঙ্গে ভাগাভাগি করা যাবে।
আনসারের কর্মকর্তারা জানিয়েছেন, উৎসবকালীন দায়িত্ব পালনে সদস্যদের সতর্ক, আন্তরিক ও জনগণবান্ধব মনোভাব বজায় রাখতে বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি গুজব প্রতিরোধ, সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা এবং সবার নিরাপত্তা নিশ্চিত করতে থাকবে বাড়তি নজরদারি।
প্রসংঙ্গক্রমে এক আনসার কর্মকর্তা বলেন, “আমরা বিশ্বাস করি, এবারের দুর্গোৎসব শান্তিপূর্ণ ও আনন্দমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে। তবে আইন–শৃঙ্খলা বজায় রাখতে নাগরিকদের সহযোগিতাও অপরিহার্য।”
এমকেআর/দেশবিদেশ