• বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ০৫:৫২ পূর্বাহ্ন
শিরোনামঃ
চট্টগ্রাম বন্দরে প্রতিদিন ২–২.৫ কোটি টাকার চাঁদাবাজি: শ্রম উপদেষ্টা মাত্র ৯দিনে চবি ভর্তি পরীক্ষার আবেদন লাখ ছাড়িয়েছে এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায় অবতরণ করছে না, অনিশ্চিত খালেদা জিয়ার লন্ডন যাত্রা স্বামীকে নিয়ে চিরকুট লিখে গৃহবধূর আত্মহত্যা সাংস্কৃতিক শক্তিতে বদলে যেতে পারে কক্সবাজারের পর্যটন চট্টগ্রামে পেঁয়াজের বাজারে নেমেছে স্বস্তির হাওয়া, তবে ব্যবসায়ীরা শঙ্কায় এক স্থলবন্দর দিয়েই এসেছে ৬০ টন পেঁয়াজ চট্টগ্রামের ‘ক্যান্ডি’র স্বাদের জিলাপির সিরায় ভাসছিল মাছি–মশা চট্টগ্রাম বন্দর নিয়ে বিএনপির কঠোর হুশিয়ারি এনসিপির সঙ্গে জোটে গেলো এবি পার্টি ও রাষ্ট্র সংস্কার আন্দোলন

জাবেদ দম্পতির বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ চেয়ে দুদকের আবেদন

নিজস্ব প্রতিবেদক / ৩৬
বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫
Untitled 2 68c972c6cabbc 68cbd8e493faa

দুর্নীতি দমন কমিশনের (দুদক) একাধিক মামলার আসামি সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এবং তার স্ত্রী রুকমিলা জামানের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারির আবেদন করেছে দুদক। আগামী ২১ সেপ্টেম্বর শুনানির জন্য দিন ধার্য করেছেন সিনিয়র চট্টগ্রাম মহানগর স্পেশাল জজ (ভারপ্রাপ্ত) মো. আবদুর রহমানের আদালত।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দুদকের সরকারি কৌঁসুলি অ্যাডভোকেট মোকাররম হোসাইন এ তথ্য নিশ্চিত করেছেন।

এদিকে, বুধবার রাতে চট্টগ্রাম নগরের আগ্রাবাদ থেকে সাবেক মন্ত্রীর বিদেশে অর্থ পাচারের সহযোগী আব্দুল আজিজ ও আরামিট গ্রুপের এজিএম উৎপল পালকে গ্রেপ্তার করেছে দুদক। তাদের কাছ থেকে দুটি ল্যাপটপ ও মোবাইল জব্দ করা হয়েছে, যাতে পাচার সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে বলে জানায় সংস্থাটি।

দুদকের কর্মকর্তারা জানান, উৎপল পাল বিদেশে অর্থ পাচারের মূল হোতা হিসেবে কাজ করতেন এবং আব্দুল আজিজ সম্পত্তি ক্রয় ও রক্ষণাবেক্ষণের দায়িত্বে ছিলেন।

চলতি বছরের ২৪ জুলাই দুদকের প্রধান কার্যালয়ের উপ-পরিচালক মো. মশিউর রহমান জাবেদ দম্পতিসহ ৩১ জনের বিরুদ্ধে মামলা করেন। অভিযোগে বলা হয়, জালিয়াতির মাধ্যমে ইউসিবিএল ব্যাংক থেকে প্রায় ২৫ কোটি টাকা ঋণ নিয়ে পাচার করা হয়েছে। এ ঘটনায় উৎপল পাল ও আব্দুল আজিজও মামলার আসামি।

আদালত ইতোমধ্যেই জাবেদ দম্পতির বিরুদ্ধে একাধিক সম্পদ জব্দের নির্দেশ দিয়েছেন। এর মধ্যে রয়েছে—যুক্তরাজ্যে ৩৪৩টি, সংযুক্ত আরব আমিরাতে ২২৮টি এবং যুক্তরাষ্ট্রে ৯টি স্থাবর সম্পদ, শের বিভিন্ন ব্যাংকে থাকা ৩৯টি হিসাবে জমা প্রায় ৫ কোটি ২৬ লাখ টাকা, প্রায় ১০২ কোটি টাকার শেয়ার, ৯৫৭ বিঘা জমি এছাড়া, ২০২৪ সালের ৭ অক্টোবর আদালত তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছিলেন।


এই বিভাগের অন্যান্য সংবাদ