• শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০৪:৩৪ অপরাহ্ন

আবারও বিয়ে করলেন আলোচিত উদ্যোক্তা রোবাইয়াত ফাতিমা তনি

বিনোদন ডেস্ক / ৫০
সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫
messi mbappe original 1760349894

দেশের বহুল আলোচিত-সমালোচিত নারী উদ্যোক্তা ও ইনফ্লুয়েন্সার রোবাইয়াত ফাতিমা তনি ফের বিয়ে করেছেন। নতুন স্বামীর নাম মো. সিদ্দিক। স্বামীর জন্মদিনে সামাজিক যোগাযোগমাধ্যমে একগুচ্ছ ছবি প্রকাশ করে শুভেচ্ছা জানিয়েছেন তনি।

রবিবার (১৩ অক্টোবর) দিবাগত রাতে স্বামী সিদ্দিক নিজের ফেসবুক অ্যাকাউন্টে স্ত্রীসহ কয়েকটি ছবি শেয়ার করে লেখেন, “আরও একটি বছর পেরিয়ে গেল, কিন্তু মনটা এখনও তরুণ। আমার জন্মদিনকে বিশেষ করে তোলার জন্য আমার প্রিয় স্ত্রীকে অসংখ্য ধন্যবাদ। তোমায় অনেক ভালোবাসি।”

একই সময় তনি তার নিজস্ব ফেসবুক পোস্টে লিখেছেন, “জন্মদিনের শুভেচ্ছা। তোমার মতো বিশেষ একজনের জন্মদিন উদ্‌যাপনের জন্য বছরে একটা দিনই যথেষ্ট নয়।”

উল্লেখ্য, গত বছরের ৭ অক্টোবর ব্যাংককে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তনির দ্বিতীয় স্বামী ও ব্যবসায়ী শাহাদাৎ হোসাইন। তাঁদের মধ্যে বয়সের ব্যবধান নিয়ে সে সময় সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনার মুখে পড়েছিলেন তনি।

প্রথম স্বামীর সঙ্গে সম্পর্ক ভেঙে যাওয়ার পর শাহাদাৎকে ভালোবেসে বিয়ে করেন তিনি। শুরুতে পারিবারিক আপত্তি থাকলেও পরে বিষয়টি মেনে নেয় উভয় পরিবার।

এআরই/দেশবিদেশ


এই বিভাগের অন্যান্য সংবাদ