• শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০৪:৩৪ অপরাহ্ন

ভক্তদের চমকে দিলেন পরীমনি, ফটোশুটে রাজকীয় রূপ

বিনোদন ডেস্ক / ৬৭
সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫
pp 20250929152646

চিত্রনায়িকা পরীমনি প্রায়ই সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের জন্য শেয়ার করেন নানা মুহূর্তের ছবি ও ভিডিও। কখনো ব্যক্তিগত জীবনের দৃশ্য, আবার কখনো পেশাদার ফটোশুটের ঝলক দিয়ে তিনি অনুরাগীদের চমকে দেন। সোমবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে সামাজিক মাধ্যমে নতুন কিছু ছবি প্রকাশ করেন তিনি, যা দেখে ভক্তরা মুগ্ধ হয়েছেন।

মূলত একটি গহনার ব্র্যান্ডের হয়ে করা ফটোশুটের ছবিগুলোতে ঝলমলে সাজে ধরা দিয়েছেন পরীমনি। তাকে দেখা গেছে নীল ও সোনালি রঙের জমকালো লেহেঙ্গায়, যা তৈরি হয়েছে কাতান বা বেনারসি সিল্কে। সঙ্গে ছিল মানানসই ভারী গহনা—নাকফুল, দুল, নেকলেস ও চুড়ি। রাজকীয় এই সাজকে আরও নিখুঁত করেছে তার মেকআপ ও হেয়ারস্টাইল।

ছবিগুলো প্রকাশের পর থেকেই সামাজিক মাধ্যমে ভেসে আসছে প্রশংসার ঢল। মুহূর্তেই পোস্টটি ভরে ওঠে হাজারো লাইক ও মন্তব্যে। একজন ভক্ত লিখেছেন, “আপনাকে দেখতে রানীর মতো লাগছে।” অনেকে প্রশংসা করেছেন তার ফ্যাশন সেন্স ও ক্যামেরার সামনে আত্মবিশ্বাসী উপস্থিতির।

ব্যক্তিজীবনে ‘গুণিন’ সিনেমার শুটিংয়ের সময় নায়ক শরীফুল রাজের সঙ্গে পরীমনির পরিচয় থেকে প্রণয় এবং বিয়ের সূত্রে একটি ছেলেসন্তান হয়। তবে পরবর্তীতে সম্পর্কে ফাটল ধরে বিচ্ছেদ ঘটে। বর্তমানে তিনি সন্তান ও কাজ নিয়েই ব্যস্ত সময় কাটাচ্ছেন।

এআরই/দেশবিদেশ


এই বিভাগের অন্যান্য সংবাদ