• শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০৮:২৩ অপরাহ্ন

শহরজুড়ে পোস্টার লাগিয়ে নায়িকা পাত্র খুঁজছেন

বিনোদন ডেস্ক / ৩৯
সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫
1763988725 d9b8c39d35efd3ca236244b78996dbd9

ভারতের কলকাতার বিভিন্ন ওলি-গলিতে ঝুলছে অভিনেত্রী রুক্মিণী মৈত্রের ছবিসহ ব্যতিক্রমী ‘পাত্র চাই’ পোস্টার। এতে দেওয়া হয়েছে ভবিষ্যৎ বর হিসেবে কাঙ্ক্ষিত পাত্রের বিস্তারিত যোগ্যতার তালিকাও। হঠাৎ এমন পোস্টার দেখে পথচারীদের মধ্যে তৈরি হয় কৌতূহল ,রুক্মিণী কি সত্যিই বিয়ে করতে যাচ্ছেন?

অনেকে প্রথমে ভেবেছিলেন এটি অভিনেত্রীর ব্যক্তিগত জীবনের কোনো ঘোষণা। কিন্তু পোস্টারে পাত্র খুঁজছেন বলে স্বাক্ষর করা হয়েছে ‘দীপক চক্রবর্তী’ নামে, যা রহস্য আরও বাড়িয়ে দেয়। পরে জানা যায়, দীপক চক্রবর্তী কোনো বাস্তব ব্যক্তি নন; এটি অভিনেতা চিরঞ্জিৎ চক্রবর্তীর সিনেমায় থাকা চরিত্রের নাম।

ধোঁয়াশা দূর হয় এরপরই। আসলে এটি রুক্মিণী অভিনীত আসন্ন সিনেমা ‘হাঁটি হাঁটি পা পা’–এর প্রচারণার অংশ। ছবিতে রুক্মিণীর বাবার চরিত্রে অভিনয় করেছেন চিরঞ্জিৎ, আর অন-স্ক্রিন মেয়ের জন্য পাত্র খোঁজার ধারণা থেকেই তৈরি করা হয়েছে এই পোস্টার ক্যাম্পেইন।

সিনেমার টিম জানায়, প্রচারের ধরন পাল্টে যাওয়ায় এখন দর্শকের দৃষ্টি আকর্ষণে নতুন নতুন কৌশল প্রয়োগ করা হয়। সেই ধারাবাহিকতায় শহরজুড়ে লাগানো হয়েছে পোস্টার, যা দেখে অনেকেই থেমে যাচ্ছেন, কেউ মোবাইলে সার্চ করছেন ‘রুক্মিণীর বিয়ে কবে?’—এমনকি কেউ কেউ বিভ্রান্তও হচ্ছেন। এসব প্রতিক্রিয়া থেকেই টিম মনে করছে, প্রচারণা সফল হয়েছে।
বাংলা সিনেমায় আগেও এমন ভিন্নধর্মী প্রচারণা দেখা গেলেও সবসময় ইতিবাচক প্রতিক্রিয়া মেলেনি। তবে এবার দর্শকদের আগ্রহ চোখে পড়ার মতো।

বাবা–মেয়ের সম্পর্কের টানাপড়েনকে কেন্দ্র করে নির্মিত হয়েছে ‘হাঁটি হাঁটি পা পা’। অর্ণব মিদ্যার পরিচালনায় ছবিটিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় আছেন অঞ্জনা বসুও। আগামী ২৮ অক্টোবর সিনেমাটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।

এআরই/দেশবিদেশ


এই বিভাগের অন্যান্য সংবাদ