
জনপ্রিয় গায়িকা ও অভিনেত্রী সেলেনা গোমেজ এবং গায়ক-প্রযোজক বেবি ব্লাঙ্কো এখন দাম্পত্য জীবনের সুখে ভাসছেন। বিয়ের এক মাস পূর্তি উদযাপন করে সেই ভালোবাসার প্রমাণ দিলেন বেবি ব্লাঙ্কো নিজেই।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি একটি নতুন ছবি শেয়ার করেছেন, যেখানে দেখা যায় নবদম্পতি সৈকতে হাঁটছেন। পেছন দিক থেকে তোলা সেই ছবিতে ফুটে উঠেছে তাদের গভীর সম্পর্ক ও ভালোবাসার মুহূর্ত। ছবি প্রকাশের সঙ্গে সঙ্গেই ভক্তরা মুগ্ধ হয়েছেন এই রোমান্টিক দম্পতির আবেগঘন মুহূর্তে।
গত ২৭ সেপ্টেম্বর ক্যালিফোর্নিয়ার সান্তা বারবারার সি ক্রেস্ট নার্সারিতে ঘনিষ্ঠ বন্ধু ও পরিবারের উপস্থিতিতে গোপনীয়ভাবে বিয়ে করেন সেলেনা ও ব্লাঙ্কো। বিয়ের এক মাস পর সেই বিশেষ দিনটিকে স্মরণীয় করে রাখতে ব্লাঙ্কো শেয়ার করেন সৈকতের ছবি, পিজ্জা খাওয়ার মুহূর্ত এবং একান্ত ডিনারের কিছু ঝলক।
৭০ একর জায়গাজুড়ে বিস্তৃত সান্তা ইয়নেজ পর্বতের পাদদেশে একটি ব্যক্তিগত সম্পত্তিতে অনুষ্ঠিত হয় তাদের বিয়ের অনুষ্ঠান। বিয়ের আগের দিন অতিথিদের জন্য আয়োজন করা হয় রিহার্সাল ডিনার, যা অনুষ্ঠিত হয় হোপ র্যাঞ্চের একটি এক্সক্লুসিভ ম্যানশনে। অতিথিদের থাকার ব্যবস্থা করা হয়েছিল সান্তা বারবারার এল এনকান্টো হোটেলে।
বিয়ের অতিথি তালিকাও ছিল তারকাখচিত টেলর সুইফট, এড শিরান, প্যারিস হিলটন, এসজেডএ, নিনা ডোব্রেভ, ক্যামিলা ক্যাবেলো, কারা ডেলিভিন, জো সালদানা, পল রাডসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
এছাড়া বিয়ের ছবিতে দেখা যায় হলিউড তারকা স্টিভ মার্টিন, মার্টিন শর্ট, অ্যাশলি পার্ক, ডেভিড ডেলুইস, মারিয়া কানালস-বারেরা এবং জেনিফার স্টোনকেও।
বেবি ব্লাঙ্কো ও সেলেনা গোমেজের এই রোমান্টিক উদযাপন ও সৈকতের ছবি মুহূর্তেই ভাইরাল হয়েছে। অনুরাগীরা বলছেন, “তাদের ভালোবাসা যেন সিনেমার গল্পের মতো।”