• শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ১০:১৯ অপরাহ্ন

মা হচ্ছেন ক্যাটরিনা কাইফ, ইনস্টাগ্রামে বেবি বাম্পের ছবি প্রকাশ

দেশবিদেশ প্রতিবেদক / ৮০
মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫
1758625617.katrina

বলিউড তারকা ক্যাটরিনা কাইফ মা হতে যাচ্ছেন। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে এক ইনস্টাগ্রাম পোস্টে বেবি বাম্পের ছবি প্রকাশ করে বিষয়টি নিশ্চিত করেছেন তিনি।

ছবিতে সাদা পোশাকে ক্যাটরিনাকে দেখা যায়, পাশে দাঁড়িয়ে আলতো করে বেবি বাম্প স্পর্শ করছেন স্বামী ভিকি কৌশল। ক্যাপশনে লেখা ছিল— “আনন্দ আর কৃতজ্ঞতায় ভরা হৃদয় নিয়ে জীবনের সেরা অধ্যায় শুরু করতে যাচ্ছি আমরা।”

গত কয়েক মাস ধরেই ক্যাটরিনা–ভিকিকে ঘিরে সন্তানসম্ভবা হওয়ার গুঞ্জন চলছিল। সোমবার ভিকি একা ‘হোমবাউন্ড’ সিনেমার প্রিমিয়ারে যোগ দেওয়ার পর তা আরও জোরদার হয়। অবশেষে নিজেদের মুখেই সুখবর জানালেন তারকা দম্পতি।

শোনা যাচ্ছে, আসছে অক্টোবর মাসেই সন্তান জন্ম দিতে পারেন ক্যাটরিনা।

এআরই/দেশবিদেশ


এই বিভাগের অন্যান্য সংবাদ