• শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ১০:১৬ অপরাহ্ন

হিরো আলমের নতুন অধ্যায়, রিয়া মনির সঙ্গে বগুড়ায় সুখের সংসার

নিজস্ব প্রতিবেদক / ৬৯
শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫
IMG 20250913 WA0004

কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম, যিনি হিরো আলম নামে পরিচিত, এবং রিয়া মণির সম্পর্কটি প্রায়ই মেঘ-বৃষ্টির মতো অবস্থায় রয়েছে। তাদের সম্পর্কের চড়াই-উতরাই অনেকটা একটি রোমান্টিক-ট্র্যাজেডির গল্পের মতো। দীর্ঘদিনের ঝড়ের পরে, ফের তাদের মধ্যে শান্তির পসরা দেখা যাচ্ছে।

সম্প্রতি হিরো আলম জানিয়েছেন, “গ্রামে সবকিছু ঠিক আছে। পরিবারের সঙ্গে তাই বগুড়ায় গ্রামীণ জীবনে পাড়ি দিতে বদ্ধপরিকর। এখানে স্থায়ীভাবে থাকার ইচ্ছে রয়েছে। রিয়া মনি আমার পরিবার এবং সকল দায়িত্বকে গ্রহণ করেছে। তাকে নিয়ে সুখ ও দুঃখের মধ্যে জীবন কাটাতে চাই।”

তিনি আরও বলেন, “বাবা মারা যাওয়ার পর পরিবারের দেখভালের জন্য আমার ওপর কিছু দায়ভার এসেছে। আমার দুই মায়ের নিরাপত্তার বিষয়ে মনোযোগ দিতে হবে। তাছাড়া, আমার সন্তানদেরও ভালোভাবে গড়ে তুলতে হবে। তাই বগুড়ায় ফিরে আসা। এখানে বসবাস শুরু করে সবকিছু পরিচালনা করবো। প্রয়োজন পড়লে ঢাকায় আসবো, তবে কাজ শেষ করে দ্রুত বগুড়ায় ফিরে যাবো।”

২০১৬ সালে সামাজিক যোগাযোগমাধ্যমে ‘হাস্যরসের’ ঝড় তোলা হিরো আলম বগুড়ার একটি গ্রাম থেকে ঢাকায় আসেন এবং নানা বাধাকে মোকাবিলা করে জনপ্রিয়তা অর্জন করেন। দেশের অনেকেই যখন ফেসবুক, ইউটিউবের আয়ের বিষয়ে সচেতন ছিলেন না, তখন থেকেই তিনি এই পেশায় প্রবেশ করেন এবং ডিজিটাল কন্টেন্ট তৈরি করতে থাকেন। যদিও মানুষ তার কাজ থেকে হাসি উপভোগ করেছে, তবুও আলম নিজেকে কৌতুকাভিনেতা হিসেবে সাজাতে চাননি। তাই তিনি নামের আগে ‘হিরো’ যুক্ত করেন এবং পরবর্তীতে নিজের অর্থায়নে একটি সিনেমাও নির্মাণ করেন।

রাজনীতিতে সক্রিয় হতে চেয়েছেন তিনি এবং দেশের নানা প্রান্তে খবরের শিরোনাম হয়েছেন। সম্প্রতি তৃতীয় স্ত্রী রিয়া মনির সঙ্গে তালাকের ঘোষণা দিয়ে আবারও আলোচনায় এসেছেন, যদিও আগেও তিনি দুজন স্ত্রীর সঙ্গে বিচ্ছিন্ন হয়েছেন।

শোনা যাচ্ছে, দু’বছর আগে একটি অনুষ্ঠানে তাদের পরিচয় হয়। দ্রুতই তাদের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে, যা পরে বিয়েতে রূপ নেয়। কিন্তু বিয়ের পর থেকেই শুরু হয় নানা জটিলতা। স্ত্রীর কাছ থেকে তালাকের নোটিশ পেয়ে হিরো আলম আত্মহত্যার হুমকি দিয়েছিলেন, তবে পরিবার ও সন্তানদের অনুরোধে সেই সিদ্ধান্ত থেকে সরে দাঁড়ান তিনি।

আলম দাবি করেছেন, তার স্ত্রী পরকীয়ায় জড়িত হয়েছেন এবং এর প্রমাণस्वরূপ তিনি নিজের ফেসবুক পেজে স্ত্রীর প্রেমিক ম্যাক্স অভির সঙ্গে কয়েকটি গোপন ভিডিও ক্লিপ প্রকাশ করেন। এরপরে রিয়া মনি তালাক ঘোষণা করেন। তবে কিছুদিন পর তাদের সম্পর্ক পুনরুদ্ধার হয় এবং তাদের পরিবার এ বিষয়ে খুশি। আপাতত তারা বগুড়ায় নতুন অধ্যায়ে সুখী জীবনযাপন করছেন।

এমএইচ/এমআর/দেশবিদেশ


এই বিভাগের অন্যান্য সংবাদ