• শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০৮:২৫ অপরাহ্ন

বোলারদের দাপটে বাংলাদেশের নিয়ন্ত্রণে সিলেট টেস্ট

ক্রীড়া প্রতিবেদক / ৪৬
বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫
1763032731 88253f3d1aa7dbbc0e2aa46f79829776

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে চলমান বাংলাদেশ-আয়ারল্যান্ড টেস্টের তৃতীয় দিন শেষেও পুরো নিয়ন্ত্রণ বাংলাদেশের হাতে। প্রথম ইনিংসে বিশাল লিড নেওয়ার পর দ্বিতীয় ইনিংসেও বোলারদের আগুনে পারফরম্যান্সে আইরিশদের ইনিংস পরাজয় এখন কেবল সময়ের অপেক্ষা।

তৃতীয় দিনের খেলা শেষে আয়ারল্যান্ডের সংগ্রহ ৫ উইকেটে ৮৬ রান। এখনো তারা পিছিয়ে ২১৫ রানে, হাতে রয়েছে মাত্র ৫ উইকেট।

এর আগে প্রথম ইনিংসে বাংলাদেশের ব্যাটাররা গড়েন রানের পাহাড়। মাহমুদুল হাসান জয় (১৭১), নাজমুল হোসেন শান্ত (১০০), মুমিনুল হক (৮২) ও লিটন দাসের (৬০) ব্যাটে ভর করে টাইগাররা ৫৮৭ রানে ইনিংস ঘোষণা করে।
আইরিশদের হয়ে একমাত্র উজ্জ্বল ছিলেন ম্যাথিউ হামফ্রিস, তিনি নিয়েছিলেন ৫ উইকেট।

প্রথম ইনিংসে আয়ারল্যান্ড থেমে যায় ২৮৬ রানে। পল স্টার্লিং (৬০), কেড কারমাইকেল (৫৯) ও কার্টিস ক্যাম্ফার (৪৪) কিছুটা প্রতিরোধ গড়লেও বাংলাদেশের স্পিন ত্রয়ী ছিলেন দুর্দান্ত—মেহেদী হাসান মিরাজ ৩টি, হাসান মুরাদ ও তাইজুল ইসলাম ২টি করে উইকেট নেন।

৩০১ রানের বিশাল লিড নিয়ে ফলো-অন না দিয়ে বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে আয়ারল্যান্ডকে আবার ব্যাট করতে পাঠায়। এবারও ব্যর্থ আইরিশ টপ অর্ডার। কেবল পল স্টার্লিং ৪৩ রান করে কিছুটা লড়াই দেন। দিনের শেষে অ্যান্ডি ম্যাকব্রাইন ৪* ও ম্যাথিউ হামফ্রিস ০* রানে অপরাজিত থাকেন।

আলো স্বল্পতার কারণে নির্ধারিত সময়ের কিছু আগেই দিনের খেলা শেষ হয়।

ইনিংস পরাজয় এড়াতে আয়ারল্যান্ডের দরকার অন্তত আরও ২১৫ রান, আর বাংলাদেশের লক্ষ্য চতুর্থ দিনের প্রথম সেশনেই বাকি ৫ উইকেট তুলে নেওয়া।

এআরই/দেশবিদেশ


এই বিভাগের অন্যান্য সংবাদ