
আগামী বছর ফেব্রুয়ারি-মার্চে ভারত ও শ্রীলঙ্কার যৌথ আয়োজনে হতে যাচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। সেই আসরের প্রস্তুতির অংশ হিসেবে ডিসেম্বর মাসে শ্রীলঙ্কায় একটি ত্রিদেশীয় সিরিজে অংশ নেওয়ার কথা ছিল বাংলাদেশ দলের। তবে, শেষ পর্যন্ত ব্যস্ত সূচি ও খেলোয়াড়দের বিশ্রামের প্রয়োজন বিবেচনায় সিরিজ থেকে নাম প্রত্যাহার করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
পাকিস্তান ও বাংলাদেশকে নিয়ে শ্রীলঙ্কায় ২৭ নভেম্বর শুরু হয়ে ২৩ ডিসেম্বর পর্যন্ত চলার কথা ছিল এই টুর্নামেন্টের। শুরুতে অংশগ্রহণে আগ্রহ দেখালেও শেষ মুহূর্তে সিদ্ধান্ত বদলেছে বিসিবি। এ বিষয়ে বোর্ডের ক্রিকেট অপারেশনস কমিটির চেয়ারম্যান নাজমুল আবেদীন ফাহিম জানিয়েছেন, “না, আমরা শ্রীলঙ্কায় ত্রিদেশীয় সিরিজ খেলতে যাচ্ছি না। বিষয়টি চূড়ান্তভাবে বাতিল হয়েছে।”
এ সিদ্ধান্তের ফলে বিপিএলকেই বিশ্বকাপের মূল প্রস্তুতি হিসেবে বেছে নিচ্ছে বাংলাদেশ দল। কিছু দিন আগেই ওয়েস্ট ইন্ডিজ সাথে সিরিজ শেষ করেন এবং ১১ নভেম্বর থেকে আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট ও টি-টোয়েন্টি সিরিজ খেলবে টাইগাররা। এরপর ১৯ ডিসেম্বর থেকে শুরু হবে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। ঘরোয়া এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট দিয়েই বিশ্বকাপের আগে নিজেদের ঝালিয়ে নেওয়ার পরিকল্পনা করছে লিটন দাসের দল।
অন্যদিকে, শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড (এসএলসি) টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে লঙ্কা প্রিমিয়ার লিগ (এলপিএল) আয়োজনের পরিকল্পনা করেছিল। কিন্তু আইসিসির নির্ধারিত শর্ত পূরণে জটিলতা দেখা দেওয়ায় টুর্নামেন্টটি স্থগিত করতে বাধ্য হয় তারা। বিকল্প হিসেবে বাংলাদেশ ও পাকিস্তানকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ আয়োজনের উদ্যোগ নেয় শ্রীলঙ্কা, তবে বাংলাদেশ সরে দাঁড়ানোয় সেটিও আর হচ্ছে না।
বাংলাদেশ দলের জন্য এখন সামনে লক্ষ্য বিপিএল থেকেই বিশ্বকাপের চূড়ান্ত প্রস্তুতি নেওয়া এবং নতুন আত্মবিশ্বাসে ফেব্রুয়ারির বিশ্বকাপের মঞ্চে নামা।
এমআর/দেশবিদেশ