• শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০৮:২৭ অপরাহ্ন

দুই বছর তিন মাস পর চবি ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

নুর, চবি প্রতিবেদক / ৩২
বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫
1761757718 5b5e5d46ec901fe6c25bf672a3d367ad

দীর্ঘ দুই বছর তিন মাস পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেছে কেন্দ্রীয় সংসদ।

বুধবার (২৯ অক্টোবর) রাতে কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ৪২০ সদস্যবিশিষ্ট এ পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ করা হয়।

নতুন কমিটিতে সহ-সভাপতি ৬০ জন, যুগ্ম সাধারণ সম্পাদক ৯২ জন, সহ-সাধারণ সম্পাদক ৬৩ জন, সহ-সাংগঠনিক সম্পাদক ৬৪ জন এবং সদস্য হিসেবে রয়েছেন ৬২ জন।

এর আগে ২০২৩ সালের ১২ আগস্ট পাঁচ সদস্যের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছিল। তাতে সভাপতি ছিলেন রাজনীতি বিজ্ঞান বিভাগের ২০০৮-০৯ শিক্ষাবর্ষের মোহাম্মদ আলাউদ্দিন মহসীন এবং সাধারণ সম্পাদক ছিলেন একই বিভাগের ২০০৯-১০ শিক্ষাবর্ষের আব্দুল্লাহ আল নোমান। সিনিয়র সহ-সভাপতি ছিলেন অর্থনীতি বিভাগের মামুন উর রশিদ মামুন, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক ইতিহাস বিভাগের মো. ইয়াসিন এবং সাংগঠনিক সম্পাদক ছিলেন দর্শন বিভাগের সাজ্জাদ হোসেন হৃদয়।

কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী এক মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণার কথা থাকলেও তা হতে সময় লেগেছে প্রায় ২৫ মাস। এর মধ্যে চাকসু নির্বাচনের আগে সিনিয়র সহ-সভাপতি মামুন উর রশিদ মামুনকে দল থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়।

আরএম/দেশবিদেশ


এই বিভাগের অন্যান্য সংবাদ