
দীর্ঘ ৩৫ বছর পর অনুষ্ঠিত হতে যাওয়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচনে দৃষ্টিহীন শিক্ষার্থীদের জন্য আলাদা ভোটকেন্দ্রের ব্যবস্থা করা হয়েছে। সোমবার (১৩ অক্টোবর) নির্বাচন কমিশনের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মনির উদ্দিন জানান, আগামী বুধবার চাকসু ভবনের দ্বিতীয় তলায় দৃষ্টিহীন শিক্ষার্থীদের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
তিনি বলেন,“দৃষ্টিহীন শিক্ষার্থীরা আমাদের কাছে আলাদা ভোটকেন্দ্রে ভোট দেওয়ার দাবি নিয়ে আসে। আমরা তাদের দাবিটি গ্রহণ করেছি। দুইজন নির্বাচন কমিশনারের উপস্থিতিতে তারা ভোটাধিকার প্রয়োগ করবেন।”
প্রথমে দৃষ্টিহীন শিক্ষার্থীরা ব্রেইল ব্যালটের মাধ্যমে ভোট দেওয়ার দাবি জানালেও নির্বাচন কমিশন তা বাস্তবায়ন করতে পারেনি। পরে ব্রেইল ভোট সহায়তায় একটি বেসরকারি উন্নয়ন সংস্থার সঙ্গে যোগাযোগ করা হলেও তা সম্ভব হয়নি।
বুধবার সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলবে। বিশ্ববিদ্যালয়ের আইটি ভবন, নতুন কলা ভবন, বিজ্ঞান অনুষদ, সমাজবিজ্ঞান অনুষদ ও বাণিজ্য অনুষদ (বিবিএ) ভবনের মোট ৬০টি কক্ষে প্রায় ৭০০টি বুথে ভোট নেওয়া হবে।
চাকসুর ২৬টি পদের বিপরীতে লড়বেন ৪১৫ জন প্রার্থী। এছাড়া ১৪টি হল ও একটি হোস্টেল সংসদের বিভিন্ন পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন আরও ৪৯৩ জন।
প্রধান নির্বাচন কমিশনার জানান, চাকসুর ব্যালট পেপার চার পৃষ্ঠার, আর হল ও হোস্টেল সংসদের ব্যালট এক পৃষ্ঠার। ওএমআর পদ্ধতিতে ভোটগ্রহণ হবে, যেখানে প্রার্থীর নাম ও ব্যালট নম্বর থাকবে, আর ভোটাররা বৃত্ত ভরাট করে ভোট দেবেন।
এআরই/দেশবিদেশ