• সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ০২:৪৬ পূর্বাহ্ন
শিরোনামঃ

ওসমান হাদিকে হত্যাচেষ্টায় সন্দেহভাজন মাসুদের সব ব্যাংক হিসাব জব্দ

নিজস্ব প্রতিবেদক / ১৪
রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫
WhatsApp Image 2025 12 14 at 1.13.20 PM

ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদিকে গুলির ঘটনায় সন্দেহভাজন হিসেবে চিহ্নিত ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খান এবং তার মালিকানাধীন আইটি প্রতিষ্ঠান ‘অ্যাপল সফট আইটি লিমিটেড’-এর সব ব্যাংক হিসাব জব্দ করেছে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কেন্দ্রীয় গোয়েন্দা সেল (সিআইসি)।

রোববার (১৪ ডিসেম্বর) এনবিআরের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেন। তার ভাষ্য অনুযায়ী, আর্থিক লেনদেন খতিয়ে দেখার অংশ হিসেবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

সূত্র জানায়, ওয়েব ও মোবাইল অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্টে কাজ করা প্রতিষ্ঠান ‘অ্যাপল সফট আইটি লিমিটেড’ ২০১০ সালে প্রতিষ্ঠিত হয়। এছাড়া ফয়সাল করিম মাসুদ ২০১৬ সালে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস)-এর সহযোগিতা এবং সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের পৃষ্ঠপোষকতায় মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে কেন্দ্র করে নির্মিত কম্পিউটার গেম ‘ব্যাটল অব ৭১’-এর নির্মাতা প্রতিষ্ঠান ওয়াইসিইউ টেকনোলজি লিমিটেডেরও মালিক ছিলেন।

ফয়সাল করিম মাসুদের প্রতিষ্ঠানটি বেসিসের সদস্য হিসেবে নিবন্ধিত রয়েছে। পাশাপাশি তিনি নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন বলে জানা গেছে। ২০১৯ সালের ১১ মে ঘোষিত কেন্দ্রীয় ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটিতে তিনি সদস্য পদ লাভ করেন।

উল্লেখ্য, নির্বাচনের তফসিল ঘোষণার পরদিন শুক্রবার (১২ ডিসেম্বর) রাজধানীর বিজয়নগরের বক্স কালভার্ট এলাকায় ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদিকে লক্ষ্য করে গুলি চালানো হয়। দুপুর আনুমানিক ২টা ২৫ মিনিটে একটি মোটরসাইকেলে করে আসা দুর্বৃত্তরা এ হামলা চালায়।

গুলিবিদ্ধ অবস্থায় প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

রায়হান/দেশবিদেশ


এই বিভাগের অন্যান্য সংবাদ