• রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ১২:৫৫ অপরাহ্ন
শিরোনামঃ
নির্বাচনী আচরণবিধি ভাঙার প্রথম ঘটনা চট্টগ্রামে, অভিযুক্ত বিএনপি প্রার্থী চট্টগ্রামের আসনগুলোতে প্রার্থী মনোনয়ন বিতরণ শুরু বিজিএফসি অ্যাওয়ার্ড পেলেন ছাত্রদলের জহির উদ্দীন বাবর হাদির কিডনির কার্যক্ষমতা ফিরলেও অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক: মেডিকেল বোর্ড ‘অবৈধ তফসিল মানি না’ স্লোগানে চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল নির্বাচনী আচরণবিধি মানাতে চট্টগ্রাম মহানগর ও উপজেলায় মাঠে ম্যাজিস্ট্রেট সাংবাদিক ও প্রশাসনের চোখে ধুলো দিয়ে সন্ত্রাসী ছোট সাজ্জাদ ও স্ত্রী তামান্নার জামিন গুলিবিদ্ধ ওসমান হাদির পরিবারের সঙ্গে প্রধান উপদেষ্টার সাক্ষাৎ চট্টগ্রাম বন্দরে প্রতিদিন ২–২.৫ কোটি টাকার চাঁদাবাজি: শ্রম উপদেষ্টা মাত্র ৯দিনে চবি ভর্তি পরীক্ষার আবেদন লাখ ছাড়িয়েছে

সাংবাদিক ও প্রশাসনের চোখে ধুলো দিয়ে সন্ত্রাসী ছোট সাজ্জাদ ও স্ত্রী তামান্নার জামিন

নিজস্ব প্রতিবেদক / ১৪
শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫
untitled 1 1765605116

চট্টগ্রামের আলোচিত ১০ খুনসহ ১৯ মামলার আসামিশীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ হোসেন ওরফে ছোট সাজ্জাদ চাঞ্চল্যকরভাবে হাইকোর্ট থেকে দুই দিনে চার মামলায় জামিন পেয়েছেন। একই সঙ্গে, তার স্ত্রী শারমিন আক্তার তামান্নারও জামিন মঞ্জুর করেছেন উচ্চ আদালত। যদিও আসামির বিরুদ্ধে আরও মামলা থাকায় এখনই মুক্তি মিলছে না।

জামিনের বিষয়টি স্বীকার করে সাজ্জাদের আইনজীবী আবু বক্কর সিদ্দিক জানান, কারাবন্দি সাজ্জাদ ও তামান্না চারটি মামলায় জামিন পেয়েছেন। সেই জামিননামা কারাগারে পাঠানো হয়েছে।

পুলিশ, প্রশাসন ও সাংবাদিকদের থেকে জামিনের বিষয়টি আড়ালে রাখতে পদে পদে কৌশলেরও আশ্রয় নিয়েছেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। শেষ পর্যন্ত খবর আর চাপা থাকেনি। সাজ্জাদ ১০টি খুনসহ ১৯ মামলার আসামি। এর মধ্যে চট্টগ্রামে জোড়া খুন, প্রকাশ্যে সন্ত্রাসী বাবলার আলোচিত খুনও রয়েছে। তাঁর স্ত্রীর বিরুদ্ধেও রয়েছে একাধিক খুনসহ ৮টি মামলা।

জানা গেছে, ২০২৪ সালের ১৯ আগস্ট চান্দগাঁও থানায় দোকান কর্মচারী শহিদুল ইসলাম হত্যা মামলায় সাজ্জাদ ও তামান্নাকে গত ১৫ সেপ্টেম্বর জামিন দেন হাইকোর্ট। একই দিন হাইকোর্টের একই বেঞ্চে ২০২৪ সালের ১৮ আগস্ট পাঁচলাইশ থানার ওয়াসিম আকরাম হত্যা মামলায় এ দম্পতিসহ তিনজনকে জামিন দেওয়া হয়। এক সপ্তাহের ব্যবধানে ২২ সেপ্টেম্বর ওই একই বেঞ্চ ২০২৪ সালের ২৮ আগস্ট পাঁচলাইশ থানার দোকান কর্মচারী মো. ফারুক হত্যা মামলায় তামান্না ও সাজ্জাদ জামিন পান। ওই দিনই পাঁচলাইশ থানার আফতাব উদ্দিন তাহসীন হত্যা মামলায়ও জামিন পান তারা।

চারটি মামলাতেই রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সাজ্জাদ ও তামান্নাকে জামিন দিয়েছেন হাইকোর্টের বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি ইউসুফ আবদুল্লাহ সুমনের সমন্বয়ে গঠিত বেঞ্চ।

গত ১৫ ও ২২ সেপ্টেম্বর জামিন হলেও এর নির্দেশে হাইকোর্টের সহকারী রেজিস্ট্রার মো. ইউসুফ আলী যথাক্রমে ১৮ সেপ্টেম্বর ও ৫ অক্টোবর সই করেন। সেই জামিনের নির্দেশ চট্টগ্রাম আদালতে পৌঁছে ৮ ডিসেম্বর।

এআর/দেশবিদেশ


এই বিভাগের অন্যান্য সংবাদ