
আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ফিফার র্যাংকিং এ ৮৯ তম দল অ্যাঙ্গোলার মুখোমুখি হতে যাচ্ছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা।
শুক্রবার (১৪ নভেম্বর) বাংলাদেশ সময় রাত ১০টায় মাঠে গড়াবে লিওনেল মেসিদের এই ম্যাচ।
২০২৬ বিশ্বকাপের টিকিট কেটে নিয়েছে অনেক আগেই, এখন মূলত বিশ্বকাপের আগে নিজেদের ঝালিয়ে নিতে মাঠে নামছে স্কালনি শীষ্যরা। আর এটিই ২০২৫ সালে স্কালোনিরআন্তর্জাতিক শেষ ম্যাচ। ইতোমধ্যে স্পেনে ক্যাম্প করে প্রস্তুতি সেরে নিয়েছে আলবিসেলেস্তেরা।
অ্যাঙ্গোলার বিপক্ষে স্বাভাবিকভাবেই ফেভারিট হিসেবে খেলতে নামবে আর্জেন্টিনা। তবে ভ্যাকসিন সংক্রান্ত জটিলতার কারণে দলে নেই হুলিয়ান আলভারেজ, জুলিয়ানো সিমিওনে ও নাহুয়েল মোলিনা।
সাম্প্রতিক কয়েক ম্যাচে স্কোয়াডে থাকলেও বেঞ্চে ছিলেন লিওনেল মেসি। তবে এবার অ্যাঙ্গোলার বিপক্ষে তিনি শুরুর একাদশে নামতে পারেন বলে ধারণা করা হচ্ছে। একই সঙ্গে জাতীয় দলে ম্যাক অ্যালিস্টারের ভাই কেভিন ম্যাক অ্যালিস্টারের অভিষেকও হতে পারে। অন্যদিকে চোট থেকে ফেরা লিসান্দ্রো মার্টিনেজ দলে যোগ দিলেও তাকে শুধু অনুশীলনেই দেখা যাবে।
যেভাবে দেখবেন ম্যাচটি:
আর্জেন্টিনার এই প্রীতি ম্যাচটি কয়েকটি অনলাইন প্ল্যাটফর্মে সম্প্রচারিত হবে। গুগলে গিয়ে Sportzfy অ্যাপ ডাউনলোড ও ইনস্টল করে সহজেই ম্যাচটি দেখা যাবে। ভারতে ম্যাচটির সম্প্রচার করবে Sony Sports Network। পাশাপাশি SonyLIV অ্যাপ থেকেও ম্যাচটি সরাসরি উপভোগ করতে পারবেন দর্শকরা।
রায়হান/দেশবিদেশ