• শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০৮:২৭ অপরাহ্ন

হোয়াইটওয়াশ এড়ানোর মিশনে মাঠে নামবে লিটনের দল

মোঃ রায়হান, দেশবিদেশ স্পোর্টস / ৬৮
শুক্রবার, ৩১ অক্টোবর, ২০২৫
1761887148 e1b5e0530118f2839604be2525b26236

হোম অব গ্রাউন্ডে টি-২০ সিরিজের টানা দুই ম্যাচ হেরে আরেকটি ধবলধোলাইয়ের সামনে দাঁড়িয়ে বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আজ (শুক্রবার) তিন ম্যাচ সিরিজের শেষ টি-টোয়েন্টিতে মাঠে নামছে লিটন দাসের দল। বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে সন্ধ্যা ৬টায় শুরু হবে ম্যাচটি। সিরিজের ফলাফল ইতোমধ্যে নির্ধারিত, এখন লক্ষ্য ঘরের মাঠে হোয়াইটওয়াশ এড়ানো।

বাংলাদেশের সবচেয়ে বড় চিন্তা ব্যাটিং নিয়ে। ঘরের মাঠে ওয়ানডে সিরিজ জয়ের পরও ব্যাট হাতে ধারাবাহিকতা ফিরছে না। অথচ ফেব্রুয়ারি-মার্চের টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে এই সিরিজসহ বাকি আছে মাত্র চারটি আন্তর্জাতিক ম্যাচ। ব্যাটসম্যানরা যদি এই সময়ের মধ্যে ছন্দে ফিরতে না পারেন, তবে বিশ্বকাপে যেতে হবে সেই চেনা দুর্বলতা নিয়েই।

বোলাররা দারুণ বল করছেন, আছেন ছন্দে। টেস্ট খেলুড়ে দলগুলোর মধ্যে ওভারপ্রতি সবচেয়ে কম রান দেওয়ার তালিকায় বাংলাদেশ আছে চতুর্থ স্থানে। এমনকি মোস্তাফিজুর রহমানের ইকোনমি রেট ছয়ের নিচে, যা বিশ্বমানের পারফরম্যান্স। কিন্তু ব্যাটসম্যানদের ব্যর্থতা বারবার ম্লান করে দিচ্ছে বোলারদের এই সাফল্য।

মিডল অর্ডারই এখন সবচেয়ে দুর্বল জায়গা। জাকের আলী, তাওহীদ হৃদয়, শামীম হোসেন, নুরুল হাসান- একজনও নিয়মিত ভরসা হতে পারছেন না। কেউই নিজের জায়গা পাকা করতে পারছেন না, বরং বারবার সুযোগ পেয়ে হতাশ করছেন। জাকের আলীর ব্যাটে নেই আত্মবিশ্বাস, হৃদয়ের স্ট্রাইক রেট ১১০- এর নিচে যা টি-টোয়েন্টিতে একেবারেই মানানসই নয়। শামীম হোসেনের সাম্প্রতিক পরিসংখ্যানও ভয়াবহ। শেষ সাত ইনিংসে তিনবার শূন্য, দুবার করেছেন মাত্র ১ রান।

অধিনায়ক লিটন দাসও প্রথম দুই ম্যাচ শেষে খোলাখুলিভাবে হতাশা প্রকাশ করেছেন সহযোদ্ধাদের নিয়ে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এই সিরিজে বোলাররা যতটা চেষ্টা করেছেন, ব্যাটসম্যানরা ততটাই ব্যর্থ হয়েছেন।

টি–টোয়েন্টি ক্রিকেটে এখন মূলত ব্যাটসম্যানদের খেলা। কিন্তু বাংলাদেশের ব্যাটিং লাইনআপই সবচেয়ে বড় মাথা ব্যথার কারণ। বিশ্বকাপের আগে এই ব্যর্থতা যদি কাটানো না যায়, তাহলে নির্বাচকদের সামনে নতুন করে ভাবার বিকল্প থাকবে না।

আজ চট্টগ্রামে সিরিজের শেষ ম্যাচে বাংলাদেশের সামনে একটাই লক্ষ্য- হোয়াটওয়াশ এড়ানো। কিন্তু প্রশ্ন রয়ে গেল, ব্যাটসম্যানরা কি এবার জেগে উঠবেন, নাকি আরেকটি লজ্জাজনক হোয়াইটওয়াশ অপেক্ষা করছে?

আরএম/দেশবিদেশ


এই বিভাগের অন্যান্য সংবাদ