• শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০৮:২৫ অপরাহ্ন

ইপসা ও পোর্ট সিটি বিশ্ববিদ্যালয়ের মধ্যে তিন বছরের সমঝোতা স্মারক স্বাক্ষর

ক্যাম্পাস প্রতিবেদক / ৫৮
মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫
WhatsApp Image 2025 10 07 at 7.27.32 PM

উন্নয়ন সংস্থা ইয়াং পাওয়ার ইন সোশ্যাল অ্যাকশন (ইপসা) ও পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগ এর মধ্যে তিন বছরের জন্য একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।

মঙ্গলবার (৭ অক্টোবর) সকালে বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে ইপসার অ্যাডভোকেসি ইউনিটের ফোকাল পারসন ও সহকারী পরিচালক মোহাম্মদ আলী শাহীন এবং সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান দিলরুবা আক্তার এই চুক্তিতে স্বাক্ষর করেন।

সমঝোতা অনুযায়ী, উভয় প্রতিষ্ঠান শিক্ষার্থীদের গবেষণা, ইন্টার্নশিপ, প্রজেক্ট ওয়ার্ক, পাবলিক রিলেশন ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে যৌথভাবে কাজ করবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের মানবিক, সমাজবিজ্ঞান ও আইন অনুষদের ডিন প্রফেসর মাইনুল হাসান চৌধুরী। তিনি বলেন,“শুধু একাডেমিক জ্ঞান নয়, ব্যবহারিক দক্ষতাও বর্তমান সময়ের জন্য অপরিহার্য। এই সমঝোতা শিক্ষার্থীদের বাস্তব অভিজ্ঞতা অর্জনের সুযোগ করে দেবে।”

বিশ্ববিদ্যালয়ের আইকিউএসি পরিচালক প্রফেসর ড. গণেশ চন্দ্র রায় বলেন,“সমঝোতা স্মারক স্বাক্ষর গুরুত্বপূর্ণ হলেও বাস্তবায়নই মূল বিষয়। আমরা আশাবাদী, এই উদ্যোগ সফলভাবে বাস্তবায়িত হবে।”

ইপসার সহকারী পরিচালক মোহাম্মদ আলী শাহীন বলেন,“বিশ্ববিদ্যালয় ও উন্নয়ন প্রতিষ্ঠান একসঙ্গে কাজ করলে বড় পরিবর্তন সম্ভব। শিক্ষার্থীরা চাইলে আমাদের গবেষণা সুবিধাগুলো ব্যবহার করতে পারবে।”

সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান দিলরুবা আক্তার বলেন,“আমাদের কারিকুলামে উন্নয়ন যোগাযোগভিত্তিক কোর্স রয়েছে। বাস্তব জীবনে এর প্রয়োগে এই সমঝোতা শিক্ষার্থীদের পথ দেখাবে।”

অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রভাষক পিংকি চাকমা। উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর রাশেদ খান মিলন, সিনিয়র লেকচারার প্রশান্ত কুমার শীল, প্রভাষক তাসলিমা আক্তার ইরিন, ইপসার প্রোগ্রাম অফিসার তোফায়েলুর রহমান, এবং সাংবাদিকতা বিভাগ এলামনাই এসোসিয়েশনের সাধারণ সম্পাদক সারোয়ার আহমেদসহ শিক্ষক-শিক্ষার্থীরা।

এমকেআর/দেশবিদেশ


এই বিভাগের অন্যান্য সংবাদ