• শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ১০:০৯ অপরাহ্ন

চবি চাকসু নির্বাচন পেছালো, ভোট ১৫ অক্টোবর

নিজস্ব প্রতিবেদক / ৪৪
মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫
1758624103.cu

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচন তিনদিন পিছিয়েছে। নির্ধারিত ১২ অক্টোবরের পরিবর্তে ভোটগ্রহণ হবে ১৫ অক্টোবর (বুধবার)।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিকাল ৪টার দিকে বিষয়টি নিশ্চিত করেন চাকসু নির্বাচনের সদস্য সচিব অধ্যাপক ড. একেএম আরিফুল হক সিদ্দিকী।

তিনি জানান, পূজার ছুটির কারণে প্রার্থীরা প্রচারণার জন্য মাত্র পাঁচ কার্যদিবস সময় পাচ্ছিলেন। এ নিয়ে শিক্ষার্থীদের উদ্বেগের পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে আলোচনা করে নির্বাচন কমিশন নতুন তারিখ নির্ধারণ করে।

এর আগে সোমবার প্রার্থী ও শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রচারণার সময়সীমা কম থাকায় অনেকে অসন্তোষ প্রকাশ করেছিলেন।

এআরই/দেশবিদেশ


এই বিভাগের অন্যান্য সংবাদ