• শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ১০:০৯ অপরাহ্ন

চবি’র নতুন প্রক্টর ড. হোসেন শহীদ সরওয়ার্দী

নিজস্ব প্রতিবেদক / ৩১
রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫
WhatsApp Image 2025 09 21 at 7.15.15 PM

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) প্রক্টর পদে নিয়োগ পেয়েছেন মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. হোসেন শহীদ সরওয়ার্দী। আগামী ২৩ সেপ্টেম্বর থেকে তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করবেন।

রোববার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল ইসলামের স্বাক্ষরিত এক অফিস আদেশে এ নিয়োগের বিষয়টি নিশ্চিত করা হয়।

এক বছরের জন্য কার্যকর এই নিয়োগে তিনি বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির নেতৃত্ব দেবেন। দায়িত্ব পালনকালে শৃঙ্খলা রক্ষা ও ক্যাম্পাসের আইন-শৃঙ্খলা তদারকির মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব থাকবে তার ওপর।

এর আগে ফিন্যান্স বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ তানভীর হায়দার আরিফ ২২ সেপ্টেম্বর ২০২৪ থেকে এক বছরের জন্য প্রক্টরের দায়িত্বে ছিলেন। তার মেয়াদ শেষ হওয়ায় নতুন অধ্যাপককে এ পদে আনা হলো।

এমকেআর/দেশবিদেশ


এই বিভাগের অন্যান্য সংবাদ