
দীর্ঘ ৩৫ বছর পর অনুষ্ঠিত হতে যাওয়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচনে অংশ নিতে পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেছে ইসলামী ছাত্রীসংস্থা।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে নির্বাচন কমিশনের কার্যালয় থেকে প্রীতিলতা হল সংসদের জন্য মনোনয়ন সংগ্রহ করে সংগঠনটি।
ভিপি পদে লড়বেন চতুর্থ বর্ষের শিক্ষার্থী মিসবাহুল জান্নাত তারিন, জিএস পদে তৃতীয় বর্ষের শিক্ষার্থী নাদিয়া সুলতানা এবং এজিএস পদে থাকছেন আফরিদা রিমা।
সংগঠনের নেত্রীবৃন্দ জানান, দীর্ঘদিন পর এই নির্বাচন শিক্ষার্থীদের প্রত্যাশার জায়গা তৈরি করেছে। শিক্ষার্থীদের দাবি-দাওয়া ও হলের সার্বিক সমস্যার সমাধানকে সামনে রেখেই তারা নির্বাচনে অংশ নিচ্ছেন।
তারা আরও বলেন, আগামী এক-দুই দিনের মধ্যে পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করা হবে। আপাতত ১৪ জন মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।
উল্লেখ্য, আজ মনোনয়ন সংগ্রহের শেষ দিন, আর মনোনয়নপত্র জমা দেওয়া যাবে আগামীকাল পর্যন্ত। তফসিল অনুযায়ী আগামী ১২ অক্টোবর অনুষ্ঠিত হবে চাকসু ও হল সংসদ নির্বাচন।