• শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ১০:১১ অপরাহ্ন

জাকসু নির্বাচনের ফল আজ সন্ধ্যায় আসতে পারে

নিজস্ব প্রতিবেদক / ৪৩
শুক্রবার, ১২ সেপ্টেম্বর, ২০২৫
1757656553.Vote JUcsu 46

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনে হল সংসদের ভোট গণনা চলছে। শুক্রবার (১২ সেপ্টেম্বর) নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, গত ১৩ ঘণ্টায় মোট ১৪টি হলের ভোট গণনা শেষ হয়েছে। বাকি ৭টি হলের গণনা এখনও চলমান।

সংশ্লিষ্টরা ধারণা করছেন, আজ সন্ধ্যা নাগাদ জাকসু নির্বাচনের চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হতে পারে।

এর আগে বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) রাত পৌনে ১০টায় ভোট গণনা শুরু হয়। এর আগে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত টানা ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

৩৩ বছর পর অনুষ্ঠিত এই নির্বাচনে জাকসুর নতুন নেতৃত্ব বেছে নিতে কেন্দ্রীয় সংসদের ২৫টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট ১৭৭ জন প্রার্থী। অন্যদিকে, হল সংসদের বিভিন্ন পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪৪৫ জন প্রার্থী।

এআরই/দেশবিদেশ


এই বিভাগের অন্যান্য সংবাদ