
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের দফায় দফায় সংঘর্ষে গুরুতর আহত ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী নাইমুল ইসলামকে ন্যাশনাল হাসপাতালের আইসিইউতে রাখা হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ঢাকায় নেওয়ার প্রস্তুতি চলছে।
তথ্যমতে, শনিবার মধ্যরাত থেকে চলা এই সংঘর্ষে আহত হয়েছেন ১৪৪ জন। আহতদের মধ্যে ৭৭ জন চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে, ৪৩ জন পার্কভিউ হাসপাতালে এবং ২৪ জন ন্যাশনাল হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।
রোববার (৩১ আগস্ট) চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় এ তথ্য জানিয়েছে।
চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম জানান, আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। দুজনের মাথায় আঘাত পেয়ে অস্ত্রোপচার চলছে এবং অপরজন ভাস্কুলার ইনজুরিতে আইসিইউতে রয়েছেন।
এর আগে শনিবার মধ্যরাত থেকে শুরু হওয়া সংঘর্ষ রোববারও দফায় দফায় চলতে থাকে। পরিস্থিতি নিয়ন্ত্রণে স্থানীয় প্রশাসন ১৪৪ ধারা জারি করে এবং যৌথ বাহিনী অভিযান চালায়। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক থাকলেও ১ সেপ্টেম্বরের নির্ধারিত পরীক্ষা স্থগিত করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।