• সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ০৩:৩৪ অপরাহ্ন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চাকসু নির্বাচন ১২ অক্টোবর

চবি প্রতিবেদক / ২১
বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫
images 97

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। ঘোষিত সূচি অনুযায়ী আগামী ১২ অক্টোবর, রবিবার অনুষ্ঠিত হবে বহুল প্রত্যাশিত এই নির্বাচন।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) বিকেল সাড়ে ৩টায় বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদ অডিটোরিয়ামে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মনির উদ্দিন আনুষ্ঠানিকভাবে তফসিল ঘোষণা করেন। তিনি জানান, দীর্ঘ প্রতীক্ষার পর শিক্ষার্থীরা অবশেষে গণতান্ত্রিক প্রক্রিয়ায় তাদের প্রতিনিধি বেছে নেওয়ার সুযোগ পাচ্ছেন। সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে সব প্রস্তুতি গ্রহণ করা হবে।

তফসিলের গুরুত্বপূর্ণ তথ্যসমূহ

  • খসড়া ভোটার তালিকা প্রকাশ: ১ সেপ্টেম্বর
  • আপত্তি গ্রহণ: ৪ সেপ্টেম্বর
  • চূড়ান্ত ভোটার তালিকা: ১১ সেপ্টেম্বর
  • মনোনয়নপত্র বিতরণ: ১৪–১৭ সেপ্টেম্বর
  • মনোনয়নপত্র জমা: ১৫–১৭ সেপ্টেম্বর
  • যাচাই-বাছাই: ১৮ সেপ্টেম্বর
  • প্রাথমিক প্রার্থীতালিকা: ২১ সেপ্টেম্বর
  • মনোনয়ন প্রত্যাহারের শেষ তারিখ: ২৩ সেপ্টেম্বর
  • আপত্তি ও নিষ্পত্তি: ২৪ সেপ্টেম্বর
  • চূড়ান্ত প্রার্থীতালিকা: ২৫ সেপ্টেম্বর
  • ভোটগ্রহণ: ১২ অক্টোবর

দীর্ঘ বিরতির পর নির্বাচন ঘিরে শিক্ষার্থীদের মধ্যে উচ্ছ্বাস বিরাজ করছে। সাধারণ শিক্ষার্থীরা মনে করছেন, চাকসু নির্বাচন শুধু ছাত্ররাজনীতিকেই নয়, বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক গণতান্ত্রিক চর্চাকে পুনরুজ্জীবিত করবে। একই সঙ্গে শিক্ষার্থীরা আবাসন, পরিবহন ও একাডেমিক নানা সমস্যা নিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে আলোচনার একটি প্ল্যাটফর্মও পাবেন।

১৯৬৬ সালে প্রতিষ্ঠার পর প্রথম চাকসু নির্বাচন অনুষ্ঠিত হয় ১৯৭০ সালে। এরপর ছয়বার নির্বাচন হলেও সর্বশেষটি হয়েছিল ১৯৯০ সালের ৮ ফেব্রুয়ারি। টানা সাড়ে তিন দশক ধরে অচলাবস্থার পর আবারও ভোটের মুখ দেখতে যাচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।


এই বিভাগের অন্যান্য সংবাদ