
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্রসংসদ (ডাকসু) নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা মঙ্গলবার থেকে শুরু হয়েছে। বিভিন্ন প্যানেল শিক্ষার্থীদের সঙ্গে সরাসরি সংযোগ স্থাপনের মাধ্যমে তাদের কার্যক্রম শুরু করেছে।
সকালে নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে আয়োজিত এক আলোচনা সভায় প্রার্থীদের আচরণবিধি ব্যাখ্যা করেন নির্বাচন কমিশনার। সভায় ছাত্রদল, ছাত্রশিবির, গণতান্ত্রিক ছাত্রসংসদ সমর্থিত প্যানেলসহ অন্যান্য স্বতন্ত্র প্রার্থীরা উপস্থিত ছিলেন।
দুপুরে ছাত্রদল সমর্থিত প্যানেল ভিসি চত্বরে মহান একাত্তরের শহীদদের স্মৃতি ফলক ‘স্মৃতি চিরন্তনে’ শ্রদ্ধা জানিয়ে প্রচারণা শুরু করে। বামপন্থী প্রতিরোধ পর্ষদ কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করে।
‘স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য’ জগন্নাথ হলের বধ্যভূমিতে পুষ্পস্তবক অর্পণ করে নির্বাচনী প্রচার শুরু করেছে। ভিপি প্রার্থী উমামা ফাতেমা বলেন, “প্রচারণা এমনভাবে করব, যাতে শিক্ষার্থীদের নিয়মিত কার্যক্রমে কোনো ব্যাঘাত না ঘটে।”
দুপুর থেকে ইসলামী ছাত্রশিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থীজোট কেন্দ্রীয় লাইব্রেরি এলাকায় কার্যক্রম শুরু করে। ভিপি প্রার্থী সাদিক কায়েম বলেন, “আমরা চাই বিশ্ববিদ্যালয়কে একাডেমিক প্রতিষ্ঠানে রূপান্তরিত করা হোক, যাতে রাজনীতির নামে শিক্ষার্থীদের প্রতি নেতিবাচক মনোভাব তৈরি না হয়।”
এর বাইরে স্বতন্ত্র প্রার্থীরাও বিভিন্ন জায়গায় প্রচারণা চালাচ্ছেন। তবে গণতান্ত্রিক ছাত্রসংসদের আনুষ্ঠানিক প্রচারণা এখনও শুরু হয়নি।