• শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ১০:১৫ অপরাহ্ন

ডাকসু নির্বাচনে ভিপি ও জিএস পদে আলোচিত প্রার্থীরা

দেশবিদেশ ডেস্ক / ৮৭
রবিবার, ২৪ আগস্ট, ২০২৫
26 2508241749 1

দীর্ঘ ছয় বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন। আগামী ৯ সেপ্টেম্বর ভোটগ্রহণ হবে। ইতোমধ্যে মনোনয়নপত্র সংগ্রহ ও জমা শেষ হয়েছে। প্রার্থীরা মনোনয়ন প্রত্যাহার করতে পারবেন ২৫ আগস্ট পর্যন্ত।

এবারের নির্বাচনে মোট ৯টি পূর্ণাঙ্গ এবং কয়েকটি আংশিক প্যানেল অংশ নিচ্ছে। পাশাপাশি এককভাবেও অনেকে প্রার্থী হয়েছেন। ২৮টি পদের বিপরীতে প্রার্থী হয়েছেন ৪৬২ জন। এর মধ্যে ভিপি পদে ৪৮ এবং জিএস পদে ১৯ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

আলোচিত ভিপি প্রার্থী যারা

শেখ তাসনিম আফরোজ ইমি : বামপন্থী জোট ‘প্রতিরোধ পর্ষদ’-এর প্রার্থী। ২০১৯ সালে শামসুন্নাহার হল সংসদের ভিপি নির্বাচিত হয়েছিলেন।

ইয়াসিন আরাফাত : ইসলামী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি, ইসলামী ধারার প্রার্থী হিসেবে ভিপি পদে লড়ছেন।

শামীম হোসেন : ইংরেজি বিভাগের শিক্ষার্থী, স্বতন্ত্র প্রার্থী। ইংরেজি শেখার প্ল্যাটফর্ম Shameem Insight এর প্রতিষ্ঠাতা।

জামালুদ্দীন মুহাম্মাদ খালিদ : ‘সমন্বিত শিক্ষার্থী সংসদ’-এর প্রার্থী, আরবি বিভাগের শিক্ষার্থী।

আব্দুল কাদের : ‘বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদ’-এর প্রার্থী, জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখ সারির নেতা।

বিন ইয়ামিন মোল্লা : ‘ডাকসু ফর চেঞ্জ’ প্যানেল থেকে লড়ছেন। ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি।

উমামা ফাতেমা : ‘স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য’ প্যানেল থেকে প্রার্থী। জুলাই আন্দোলনের অন্যতম সমন্বয়ক।

আবিদুল ইসলাম খান : ছাত্রদল সমর্থিত প্রার্থী, ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী।

আবু সাদিক কায়েম : ছাত্রশিবির সমর্থিত ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট’-এর ভিপি প্রার্থী।

আলোচিত জিএস প্রার্থীরা

শেখ তানভীর বারী হামিম : ছাত্রদল সমর্থিত প্রার্থী, জুলাই আন্দোলনে সক্রিয় ভূমিকা রেখেছেন।

মেঘমল্লার বসু : বাম জোটের ‘প্রতিরোধ পর্ষদ’ প্রার্থী, ঢাবি ছাত্র ইউনিয়নের সভাপতি।

মাহিন সরকার : ‘সমন্বিত শিক্ষার্থী সংসদ’-এর প্রার্থী, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা।

আবু বাকের মজুমদার : ‘বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদ’-এর প্রার্থী, গণতান্ত্রিক ছাত্র সংসদের আহ্বায়ক।

এস এম ফরহাদ : ছাত্রশিবির সমর্থিত ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট’-এর প্রার্থী, ঢাবি শাখা সভাপতি।

বিশ্লেষকদের মতে, ডাকসুর নেতৃত্ব শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসেই সীমাবদ্ধ থাকে না; বরং জাতীয় রাজনীতিতেও এর প্রভাব পড়ে। ইতিহাস বলছে, ডাকসুর অনেক নেতাই পরবর্তীতে জাতীয় নেতৃত্বে উঠে এসেছেন। ফলে এবারের নির্বাচনের ফলও জাতীয় রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন তারা।


এই বিভাগের অন্যান্য সংবাদ