• রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ০৪:২৭ পূর্বাহ্ন

“৩১ দফা কর্মসূচি মুক্ত ও ন্যায়ভিত্তিক রাষ্ট্রের স্বপ্ন” — মোস্তফা কামাল পাশা

নিজস্ব প্রতিবেদক / ৫৬
শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫
Messenger creation 5AD36C24 7182 4CA5 A57F 99363181C02F

সন্দ্বীপে লিফলেট বিতরণ ও পথসভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপির সাবেক এমপি আলহাজ্ব মোস্তফা কামাল পাশা বলেন, “তারেক রহমানের ৩১ দফা কর্মসূচি জনগণের ন্যায্য অধিকার, গণতন্ত্র ও সুশাসন পুনঃপ্রতিষ্ঠার রূপরেখা।”

শনিবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে উত্তর সন্দ্বীপে বিএনপির লিফলেট বিতরণ শেষে আকবরহাট বাজারে এক পথসভায় তিনি এসব কথা বলেন।

মোস্তফা কামাল পাশা বলেন, “এই কর্মসূচি কেবল রাজনৈতিক আন্দোলনের দিকনির্দেশনা নয়, এটি একটি মুক্ত, ন্যায়ভিত্তিক ও গণতান্ত্রিক রাষ্ট্রের স্বপ্ন। অতীত, বর্তমান ও ভবিষ্যতে আমি সন্দ্বীপবাসীর পাশে আছি এবং থাকব।”

সভায় উপজেলা বিএনপির আহ্বায়ক এডভোকেট আবু তাহের বলেন, “৩১ দফা কোনো কল্পনাপ্রসূত তালিকা নয়, এটি বাংলাদেশের জন্য একটি প্রয়োজনীয় দিকনির্দেশনা।”

সদস্য সচিব আলমগীর হোসেন ঠাকুর বলেন, “আমরা প্রতিটি ইউনিয়নে এই কর্মসূচির বার্তা পৌঁছে দেব। তারেক রহমানের নেতৃত্বেই দেশের মানুষ মুক্তি পাবে।”

চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের যুগ্ম সম্পাদক হারুন রশীদসহ অন্যান্য বক্তারা অভিযোগ করে বলেন, “সৈরাচারী ফ্যাসিস্ট সরকার গণতন্ত্র হত্যা করেছে। একটি নিরপেক্ষ সরকার ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়।”

সঞ্চালনায় ছিলেন উপজেলা যুবদলের আহ্বায়ক নিঝুম খান। পথসভায় ইউনিয়ন ও পৌর বিএনপির শীর্ষ নেতারা উপস্থিত থেকে বলেন, “৩১ দফা কর্মসূচির আলোকে জনগণকে সচেতন করে গণআন্দোলনে যুক্ত করতে হবে।”

এআরই/দেশবিদেশ


এই বিভাগের অন্যান্য সংবাদ