• শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০৬:৩৫ অপরাহ্ন

প্রেমের প্রস্তাবে ভক্ত পেলেন না পিয়ার নম্বর, বরং পেলেন পুলিশের নাম্বার!

বিনোদন ডেস্ক / ৫৩
সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫
Untitled design

বাংলা শোবিজের জনপ্রিয় মুখ পিয়া জান্নাতুল এবার ভাইরাল হলেন একদম ভিন্ন কারণে। ফেসবুকে এক ভক্ত তাঁকে জানালেন প্রেমের প্রস্তাব, সঙ্গে চাইলেন ফোন নম্বরও।

ভক্তের বার্তাটা ছিল একেবারেই নাটকীয়-“আমি কোনো বেঈমান নই। অনেকদিন ধরে আপনার প্রতি দুর্বল। আমি চাই আমাদের সম্পর্ক থাকুক, তবে সেটা থাকবে গোপন। আল্লাহর কসম, আমি আপনাকে নিয়ে চিন্তায় আছি। ফোন নম্বর দিন ,প্লিজ।”

এমন মেলোড্রামাটিক প্রস্তাবে পিয়া ভেঙে পড়লেন না, বরং দিলেন সুপারহিট রসিকতা ভরা উত্তর। সরাসরি না বলে ভক্তকে দিয়ে বসলেন গুলশান থানার নাম্বার!

এই এক জবাবেই মাত হলো সোশ্যাল মিডিয়া। কেউ লিখছেন পিয়া একদম হিট উইকেট করে দিলেন ভক্তকে”, আবার কেউ বলছেন “এটাই হলো স্মার্টনেসের আসল সংজ্ঞা।”


এই বিভাগের অন্যান্য সংবাদ