• শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০৬:৩৫ অপরাহ্ন

পরকীয়ার জেরে প্রবাসী খুন

৪ বছর পর দেশে ফিরে দেখেন স্ত্রীর কোলে ৩মাসের বাচ্চা

দেশবিদেশ প্রতিবেদক / ৮৩৯
সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫
IMG 20250907 WA0095

চট্টগ্রামের চান্দগাঁওয়ে ঘটে গেলো এক চাঞ্চল্যকর ঘটনা। চার বছর পর প্রবাস থেকে দেশে ফেরেন যুবক আকিব। ঘরে ফিরতেই স্ত্রীর কোলে দেখতে পান মাত্র তিন মাস বয়সী এক শিশু। প্রশ্ন জাগে—এই শিশুটি কার? কে তার আসল বাবা?

রহস্য আরও ঘনীভূত হয়, যখন সামনে আসে স্ত্রীর পরকীয়ার কাহিনী। স্থানীয় সূত্রের দাবি, স্ত্রীর প্রেমিক সাইফুল দীর্ঘদিন ধরে দাবি করে আসছিলো যে, শিশুটি তারই সন্তান। আর এই দাবি ঘিরেই শুরু হয় ভয়াবহ দ্বন্দ্ব।

পরিবারের সদস্যরা জানান,এই সন্তান নিয়ে তর্কের এক পর্যায়ে ক্ষিপ্ত হয়ে ওঠে স্ত্রীর পরকীয়া প্রেমিক সাইফুল। সেই ক্রোধেই নির্মমভাবে খুন করা হয় প্রবাসফেরত আকিবকে।

চারপাশে এখন প্রশ্ন ঘুরপাক খাচ্ছে —শিশুটি কি সত্যিই সাইফুলের সন্তান? নাকি এর পেছনে লুকিয়ে আছে অন্য কোনো অজানা রহস্য?
আর কেন প্রাণ হারাতে হলো চার বছর রোজগার শেষে ঘরে ফেরা এক নিরীহ মানুষকে?

এর আগেশনিবার রাতের এই খুনের ঘটনায় এলাকায় ছড়িয়ে পড়েছে চাঞ্চল্য। রহস্যময় এই অধ্যায় এখনো ঘনীভূত হয়ে আছে তদন্তকারীদের সামনে।

 


এই বিভাগের অন্যান্য সংবাদ