• শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০৬:৩৫ অপরাহ্ন

বাংলাদেশের আকাশে দেখা যাবে, ব্লাড মুন

নিজস্ব প্রতিবেদক / ৪৪
রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫
cats 2025 09 07 15 12 13

চলতি বছরের শেষ চন্দ্রগ্রহণ ব্লাড মুন দেখা যাবে, আজ (রবিবার, ৭ সেপ্টেম্বর) রাতে। পূর্ণগ্রাস এ চন্দ্রগ্রহণ আকাশ মেঘমুক্ত থাকলে বাংলাদেশ থেকেও দেখা যাবে। গ্রহণটি চলবে সোমবার (৮ সেপ্টেম্বর) ভোর পর্যন্ত

আজকের পূর্ণ চন্দ্রগ্রহণকে ‘সুপার ব্লাড মুন’ বলা হচ্ছে। সাধারণ সময়ের চাঁদের তুলনায় এ সময় চাঁদ হবে প্রায় ৭ শতাংশ বড় এবং ১৫ শতাংশ উজ্জ্বল।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, মোট ৭ ঘণ্টা ২৭ মিনিট স্থায়ী হবে এ চন্দ্রগ্রহণ। বাংলাদেশ সময় অনুযায়ী গ্রহণ শুরু হবে ৭ সেপ্টেম্বর রাত ৯টা ২৮ মিনিটে এবং শেষ হবে ৮ সেপ্টেম্বর রাত ২টা ৫৫ মিনিটে।

ঢাকায় স্থানীয় সময় অনুসারে চাঁদের পেনুম্ব্রাল গ্রহণ শুরু হবে রবিবার রাত ৯টা ২৮ মিনিট ২৫ সেকেন্ড থেকে। এরপর আংশিক চন্দ্রগ্রহণ শুরু একইদিন রাত ১০টা ২৭ মিনিটি ০৯ সেকেন্ডে।

কোথায় দেখা যাবে?

গ্রহণটি পুরোপুরি দেখা যাবে পূর্বে ইন্দোনেশিয়ার হিলা দ্বীপ থেকে শুরু করে পশ্চিমে কেনিয়ার মোম্বাসা পর্যন্ত। এ অঞ্চলের দুই প্রান্তের আশপাশেও আংশিক গ্রহণ দেখা যাবে। তবে উত্তর আমেরিকা, ক্যারিবীয় অঞ্চল এবং দক্ষিণ আমেরিকার প্রায় ৯০ শতাংশ এলাকা থেকে এ গ্রহণ দেখা যাবে না।যখন সূর্য, পৃথিবী ও চাঁদ একই সরলরেখায় আসে এবং পৃথিবী সূর্য ও চাঁদের মাঝখানে অবস্থান করে, তখন পৃথিবীর ছায়া চাঁদের ওপর পড়লে চন্দ্রগ্রহণ ঘটে। কৌণিক অবস্থানের ভিন্নতার কারণে কখনো পূর্ণগ্রাস, কখনো আংশিক চন্দ্রগ্রহণ দেখা যায়।

এমএইচ/দেশবিদেশ 


এই বিভাগের অন্যান্য সংবাদ