• শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০৮:২৭ অপরাহ্ন

চট্টগ্রামে ডেঙ্গুতে আরও এক নারীর মৃত্যু

/ ৬২
বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫
IMG 20250904 WA0013

চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত আরও এক নারীর মৃত্যু হয়েছে।এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে ১৬ জনের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়।

ডেঙ্গুতে মারা যাওয়া নারীর নাম শামীমা আক্তার শিউলি । তিনি গত ১ সেপ্টেম্বর পার্কভিউ হাসপাতালে ভর্তি হন এবং ৩ সেপ্টেম্বর সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

সিভিল সার্জন অফিস সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে জেলার বিভিন্ন হাসপাতালে ২২ জন ভর্তি হয়েছেন । নতুন শনাক্ত হওয়া ২২ জনের মধ্যে ১২ জন পুরুষ, ৭ জন নারী এবং ৩ জন শিশু রয়েছে। এবং এবছর ডেঙ্গুতে ৪ নারীসহ মোট ১৬ জনের মৃত্যু হয়েছে চট্টগ্রামে।

একইসাথে এদিন সিভিল সার্জন কার্যালয় নতুন করে ৩০ জন চিকুনগুনিয়ায় আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি রয়েছে বলে জানা গেছে।

এমএইচ/দেশবিদেশ


এই বিভাগের অন্যান্য সংবাদ