• শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০৮:২৩ অপরাহ্ন

শরৎ এর শুরুতে দেখা মিললো কাঞ্চনজঙ্ঘার

নিজস্ব প্রতিবেদক / ২২
বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫
images

প্রকৃতির এক অনন্য নিদর্শনের নাম পন্ঞ্চগড়ের কাঞ্চনজঙ্ঘা। প্রতিবছর হাজার হাজার প্রকৃতি প্রেমীরা ছুটে যান দূর থেকে এই হিমালয় কন্যাকে দেখতে । মনে হয় হাত বাড়ালেই বুঝি ছুঁয়ে ফেলা যাবে এই পর্বত্য মালাকে

কিন্তু হঠাৎ করেই মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেলে মেঘের আড়াল সরিয়ে বরফে মোড়া এই পর্বতশৃঙ্গে৷ দেখা যায়।

​এদিন ঠাকুরগাঁও শহর থেকে শুরু করে সালান্দর ইউনিয়নের বুড়ির বাঁধ, টাঙ্গন ব্যারেজ—সবখানেই ছিল একই দৃশ্য।

​বুড়ির বাঁধ এলাকার কৃষক মোমিনুল ইসলাম তার জমিতে কাজ করছিলেন। আচমকা আকাশ পরিষ্কার হতে দেখে তিনি উপরে তাকান। দেখে চমকে ওঠলেন। তিনি বলেন, ক্ষেতে কাজ করছিলাম। হঠাৎ মনে হলো আকাশটা কেমন অন্যরকম। তাকাতেই দেখি ওই যে সাদা বরফে মোড়া পাহাড়টা। জীবনে অনেক কষ্ট করেছি, কিন্তু এই কয়েক মিনিটের দৃশ্য যেন সব ক্লান্তি ভুলিয়ে দিয়েছে। তার চোখে-মুখে ছিল এক নির্মল তৃপ্তি।

এই বিষয়ে আবহাওয়াবিদরা বলছেন, এই সময় কাঞ্চনজঙ্ঘা দেখা যাওয়াটা এক বিরল ঘটনা।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় জানান, হঠাৎ আবহাওয়ার পরিবর্তন হয়েছে। গরম ও ঠান্ডা হাওয়ার মিশ্রণের কারণে আকাশ পরিষ্কার হয়ে যাওয়ায় এই বিরল দৃশ্যের দেখা মিলেছে।

তিনি আরো বলেন, অক্টোবর থেকে আবহাওয়া তুলনামূলকভাবে বেশি পরিষ্কার থাকবে এবং তখন প্রায় প্রতিদিনই এই পর্বতশৃঙ্গের দেখা মিলবে।

এমএইচ/দেশবিদেশ 


এই বিভাগের অন্যান্য সংবাদ