• শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০৬:৩৫ অপরাহ্ন

চট্টগ্রামে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী র‌্যালি

নির্বাচন বাধাগ্রস্ত হলে গণতন্ত্র বাধাগ্রস্ত হবে—আমীর খসরু

দেশবিদেশ প্রতিবেদক / ৭১৯
সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫
নির্বাচন বাধাগ্রস্ত হলে গণতন্ত্র বাধাগ্রস্ত হবে—আমীর খসরু 20250901 221636 0000

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, “বাংলাদেশের মানুষ ফেব্রুয়ারির প্রথমার্ধে, জাতীয় সংসদ নির্বাচনের দিন ধরে, ভোটের জন্য উৎসুক হয়ে আছে। এই নির্বাচনকে কেউ যদি বাঁধাগ্রস্ত করতে চায়, তাহলে এর অর্থ হলো—গণতন্ত্রকে বাঁধাগ্রস্ত করা, বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক, রাজনৈতিক ও সাংবিধানিক অধিকার হরণ করা। তাই ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন হবেই হবে।”

সোমবার (১ সেপ্টেম্বর) বিকালে চট্টগ্রাম নগরের ওয়াসার মোড়ে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত র‌্যালি ও র‌্যালি-পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আমীর খসরু বলেন, বিএনপি দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় রাজনৈতিক দল। “আগামী নির্বাচনে বাংলাদেশের মানুষ যদি আমাদের সরকারে দায়িত্ব দেয়, তাহলে আমাদের নেতা ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষণা অনুযায়ী প্রথম আঠারো মাসে এক কোটি মানুষের কর্মসংস্থান সৃষ্টি করা হবে। বিএনপি ক্ষমতায় গেলে সাধারণ মানুষ প্রাথমিক চিকিৎসা বিনামূল্যে পাবে। দেশের মানুষের দক্ষতা উন্নয়নে বিশাল বিনিয়োগ প্রকল্প হাতে নেওয়া হবে। তবে সবার আগে দেশের গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে।”

চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা বিএনপির সম্মিলিত উদ্যোগে আয়োজিত এ প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশে সভাপতিত্ব করেন মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ। সঞ্চালনায় ছিলেন সদস্য সচিব নাজিমুর রহমান। সমাবেশে আরও বক্তব্য দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন, কেন্দ্রীয় নির্বাহী কমিটির চট্টগ্রাম বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন ও বিএনপি নেতা আবুল হাশেম বক্কর।

সমাবেশ শেষে নগরের ওয়াসার মোড় থেকে নিউমার্কেট পর্যন্ত এক বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়। র‌্যালিতে অংশ নেন বিএনপির জেলা-উপজেলা, থানা ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা।


এই বিভাগের অন্যান্য সংবাদ