• শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০৪:০৮ অপরাহ্ন

দেশের পথে ড.জুবাইদা, সরাসরি যাবেন হাসপাতালে

নিজস্ব প্রতিবেদক / ৪
শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫
819b131ff7c80f45da44d67e39efaf9f 6931ce91d8771

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী জোবাইদা রহমান যুক্তরাজ্য থেকে বাংলাদেশের উদ্দেশে দেশে রওনা হয়েছেন। তিনি ইতোমধ্যে লন্ডনের হিথ্রো বিমানবন্দরে চেক–ইন সম্পন্ন করেছেন।

লন্ডনের স্থানীয় সময় সন্ধ্যা ছয়টার দিকে তার ফ্লাইটটি ছেড়ে যাবে।

শুক্রবার (৫ ডিসেম্বর) সকাল সাড়ে নয়টার দিকে ঢাকায় অবতরণের কথা রয়েছে জোবাইদা রহমানের।

এর আগে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন জানান, জোবাইদা বিমানবন্দর থেকে সরাসরি এভারকেয়ার হাসপাতালে যাবেন। এরপর আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে, কখন খালেদা জিয়াকে লন্ডনে নেওয়া হবে। আজ দুপুরে মেডিকেল বোর্ড বিদেশে চিকিৎসার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দেওয়ার কথা রয়েছে।


এই বিভাগের অন্যান্য সংবাদ