
জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার আগে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার চলমান অসুস্থতা এবং সার্বিক রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় নিতে নির্বাচন কমিশনের (ইসি) প্রতি আহ্বান জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
বুধবার (৩ ডিসেম্বর) আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ইসির কাছ থেকে দলটির নিবন্ধন সনদ গ্রহণের পর এনসিপির শীর্ষ নেতারা সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। এসময় তারা বলেন, তফসিল পেছানোর দাবি নয় ,বরং সংকটমুক্ত ও রাজনৈতিকভাবে স্থিতিশীল পরিবেশে তফসিল ঘোষণাই দেশ ও সব রাজনৈতিক দলের জন্য উত্তম।
এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন,“আমরা কমিশনকে বলেছি, বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় রেখে তফসিলের ঘোষণা দেওয়া উচিত। রাজনৈতিক অস্থিরতার মুহূর্তে তফসিল দিলে সমস্যা বাড়তে পারে।”
নাহিদের নেতৃত্বে এনসিপির একটি প্রতিনিধিদল প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক করে। পরে তারা ইসির সচিবের কাছ থেকে নিবন্ধন সনদ গ্রহণ করেন।
বৈঠকে খালেদা জিয়ার অসুস্থতা, রাজনৈতিক অস্থিতিশীলতা এবং তফসিল ঘোষণার সময়সূচি নিয়ে আলোচনা হয় বলে জানান এনসিপির নেতারা।
ব্রিফিংয়ে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন,“তফসিল এমন সময় দেওয়া উচিত যখন দেশে রাজনৈতিক স্থিতিশীলতা থাকবে। খালেদা জিয়া অসুস্থ এটি দেশের রাজনৈতিক অঙ্গনেও প্রভাব ফেলছে। সংকটগুলো কাটিয়ে উঠলে তফসিল ঘোষণা অনেক সহজ হবে।”
সাংবাদিকদের প্রশ্নে নাসীরুদ্দীন বলেন,“আমরা তফসিল পেছাতে বলছি না। আমরা চাই ,সংকট সমাধান করে, সব পক্ষের অংশগ্রহণের অনুকূল পরিবেশ তৈরি করে তফসিল দেওয়া হোক।”
নাহিদ ইসলাম আরও বলেন,“তফসিলের সময় যেন রাজনৈতিক পরিবেশ স্বাভাবিক থাকে এবং প্রতিটি দল নির্বাচনী যাত্রা শুরুর উপযোগী পরিস্থিতিতে থাকে এটা আমরা চাই। এমন সময় তফসিল দিলে সবার জন্যই সুবিধাজনক হবে।”
ইসি এখনো তফসিলের নির্দিষ্ট তারিখ জানায়নি। তবে কমিশন আগেই জানিয়েছিল ,আগামী এক থেকে দুই সপ্তাহের মধ্যে তফসিল ঘোষণা করা হতে পারে।
মেহেদী/দেশবিদেশ