• শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০৪:০৮ অপরাহ্ন

খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে প্রধান উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক / ৪
বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫
yunus hospital3 20251203202712

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজখবর নিতে এভারকেয়ার হাসপাতালে গেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

বুধবার (৩ ডিসেম্বর) সন্ধ্যা ৭টার কিছু পর তিনি হাসপাতাল প্রাঙ্গণে প্রবেশ করেন।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, প্রধান উপদেষ্টাকে সন্ধ্যা ৭টা ৮ মিনিটে স্বাগত জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরে তিনি সরাসরি সিসিইউতে চিকিৎসাধীন খালেদা জিয়ার কাছে যান। তাদের সঙ্গে ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য ও খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন এবং মেডিকেল বোর্ডের আরেক সদস্য অধ্যাপক ডা. শাহাবুদ্দিন তালুকদার।

প্রধান উপদেষ্টাকে খালেদা জিয়ার চিকিৎসাসংক্রান্ত সর্বশেষ অবস্থা তুলে ধরেন মেডিকেল বোর্ডের সদস্য ডা. জাফর ইকবাল।

মেহেদী/দেশবিদেশ


এই বিভাগের অন্যান্য সংবাদ