
বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দ্রুত সুস্থতা কামনায় চট্টগ্রামের দক্ষিণ পতেঙ্গায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৫ নভেম্বর) সন্ধ্যায় ৪১ নং ওয়ার্ডের দক্ষিণ পাড়া শাখা বিএনপির উদ্যোগে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
মাহফিলে সভাপতিত্ব করেন ৪১ নং ওয়ার্ড বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. জিয়াউর রহমান মিয়া। প্রধান অতিথি ছিলেন ওয়ার্ড বিএনপির সাবেক সহসভাপতি মো. জসিম উদ্দিন মিল্কি।
অনুষ্ঠানে মামুনুর রশীদ লিটনের সঞ্চালনায় বিএনপি নেতা আলী আকবর, লায়ন কাজী জিয়া উদ্দিন সোহেল, আব্দুল কাদের, আলী হোসেন, মো. জামাল উদ্দিন, মো. শাহীনুর, মো. ওসমান খান, ইকবাল বাহার, মো. নাসির, হাজী ইসলাম, আলী ওসমান মিন্টু, নুর হোসেন, রাশেদ লিটন, মো. আবু, ইয়াছিন আজাদ, আহমেদ জাবেদ, মো. তালেব, নাঈম উদ্দিন, আব্দুল মান্নান তুহিনসহ ওয়ার্ড ও থানা বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা বক্তব্য রাখেন।
দোয়া মাহফিলে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়।
এমআর/দেশবিদেশ