• শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০৬:৩২ অপরাহ্ন

অগ্নিসন্ত্রাসকারীদের দেখামাত্র গুলির নির্দেশ দিলেন ডিএমপি কমিশনার

/ ৩২
সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫
1763302711 3e984cba1a8c2c11468d2b556354c734

অগ্নিসন্ত্রাস, বাসে অগ্নিসংযোগ এবং পুলিশকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপের মতো নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িতদের দেখামাত্রই গুলি করার নির্দেশ দিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।

রোববার (১৬ নভেম্বর) রাতে ডিএমপি কমিশনারের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে বাংলানিউজ জানতে চায়—অগ্নিসন্ত্রাসকারীদের বিষয়ে কোনো নির্দেশনা দেওয়া হয়েছে কি না। জবাবে তিনি সংক্ষিপ্ত বার্তায় লেখেন: “Yes, police will shoot them at sight”, অর্থাৎ “হ্যাঁ, পুলিশ তাদের দেখামাত্রই গুলি করবে।”

এর আগে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনার হাসিব আজিজও একই ধরনের কঠোর নির্দেশনা দেন। চট্টগ্রাম নগরীর নিরাপত্তা জোরদার করতে দেওয়া বেতার বার্তায় তিনি নগরীতে আগ্নেয়াস্ত্র বহনকারী বা অস্ত্রধারী সন্ত্রাসীদের দেখামাত্র সাবমেশিন গান (এসএমজি) ব্যবহারের অনুমতি দেন।

সিএমপি কমিশনারের নির্দেশনার পর দেশের বিভিন্ন মহলে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছিল। এবার ডিএমপি কমিশনারের ‘দেখামাত্র গুলি’ নির্দেশনা নিয়ে নতুন করে আলোচনা ও উদ্বেগ দেখা দিয়েছে।

আইন-শৃঙ্খলা বাহিনীর দাবি, নাশকতা ঠেকাতে এবং মানুষের জান-মাল রক্ষা করতে এ ধরনের কঠোর নির্দেশনা প্রয়োজন হয়ে পড়েছে। তবে মানবাধিকার সংগঠনগুলো বিষয়টি নিয়ে প্রশ্ন তুলতে পারে বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা।


এই বিভাগের অন্যান্য সংবাদ