• শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০৬:৩২ অপরাহ্ন

ভারতীয় গণমাধ্যমে শেখ হাসিনার বক্তব্য বন্ধের অনুরোধ বাংলাদেশের

দেশবিদেশ প্রতিবেদক / ৩৯
বুধবার, ১২ নভেম্বর, ২০২৫
9eb29f50 8a39 11ef 8ba2 d7d012a49740.jpg

দিল্লিতে পালিয়ে থাকা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মূলধারার ভারতীয় গণমাধ্যমে বক্তব্য দেওয়ার সুযোগ করে দেওয়ায় গভীর উদ্বেগ জানিয়েছে বাংলাদেশ। বিষয়টি দুই দেশের সম্পর্কের জন্য অসহায়ক উল্লেখ করে অবিলম্বে এ সুযোগ বন্ধের অনুরোধ জানিয়েছে ঢাকা।

বুধবার (১২ নভেম্বর) সকালে ঢাকায় নিযুক্ত ভারতীয় উপ হাইকমিশনার পবন ভাদেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করে এ বিষয়ে আনুষ্ঠানিক প্রতিবাদ জানানো হয়। বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে দক্ষিণ এশিয়া অনুবিভাগের মহাপরিচালক ভারতীয় কূটনীতিকের কাছে বার্তাটি তুলে ধরেন।

কূটনৈতিক সূত্র জানিয়েছে, দিল্লিতে অবস্থানরত শেখ হাসিনাকে ভারতীয় গণমাধ্যমে বাংলাদেশবিরোধী বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়ায় বাংলাদেশের উদ্বেগ প্রকাশ করা হয়। পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, বাংলাদেশের আদালতে মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত এক পলাতক আসামিকে আশ্রয় দেওয়া এবং তাকে গণমাধ্যমের মাধ্যমে ঘৃণামূলক ও উসকানিমূলক বক্তব্য প্রচারের সুযোগ দেওয়া—এটি দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও পারস্পরিক আস্থার পরিপন্থী।

এ সময় ভারতীয় উপ হাইকমিশনারকে জানানো হয়, শেখ হাসিনার গণমাধ্যমে উপস্থিতি অবিলম্বে বন্ধের বিষয়টি নয়াদিল্লিকে জানাতে অনুরোধ করছে বাংলাদেশ।

নুসরাত/দেশবিদেশ


এই বিভাগের অন্যান্য সংবাদ