
চট্টগ্রামে বিএনপির প্রার্থী এরশাদ উল্লাহর নির্বাচনী জনসংযোগ কর্মসূচিতে গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ফুটেজে দেখা যায়, মাত্র কয়েক ফুট দূর থেকে গুলি ছোড়া হয়। মুহূর্তের মধ্যেই আতঙ্কে ছত্রভঙ্গ হয়ে যায় জনতা।
ভিডিওটি ধারণ করেছিলেন প্রচারণায় অংশ নেওয়া দলের এক কর্মী। ফুটেজে দেখা যায়, পাঁচলাইশের হামজার বাগ এলাকার একটি দোকানের মালিক ও কর্মচারীদের সাথে কুশল বিনিময় করছিলেন প্রার্থী এরশাদ উল্লাহ । দোকান থেকে বেরোনোর সময় হঠাৎ করেই গুলির শব্দ! এক রাউন্ড, দুই, তারপর পরপর আরও পাঁচটি গুলি! মুহূর্তের মধ্যে ছত্রভঙ্গ হয়ে যায় সবাই , দৌড়ে পালাতে শুরু করে উপস্থিত নেতাকর্মীরাও।
ঐ ফুটেজের কাঁপা ক্যামেরার ফ্রেমে দেখা যায়, এরশাদ উল্লাহ মাটিতে লুটিয়ে পড়েছেন, তার চারপাশে আতঙ্কে ছুটে বেড়াচ্ছেন সমর্থকেরা।
পুলিশের তথ্য অনুযায়ী, গুলি এরশাদ উল্লাহর বুকের পাশে লেগে শরীর ভেদ করে বেরিয়ে যায়। তবে তিনি এখন আশঙ্কামুক্ত। কিন্তু তার সঙ্গে থাকা আরও দুই কর্মীর একজনের অবস্থা জীবনসংশয়ী, হাসপাতাল কর্তৃপক্ষ নিশ্চিত করেননি তিনি বেঁচে আছেন কি না।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উত্তর বিভাগের ডিসি আমিরুল ইসলাম গণমাধ্যমকে বলেন, “বিকেলে নির্বাচনী প্রচারণার সময় আকস্মিক গুলিবর্ষণ শুরু হয়। এরশাদ উল্লাহসহ তিনজন গুলিবিদ্ধ হয়েছেন। আমরা ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করেছি।”
এমকেআর/দেশবিদেশ