
চট্টগ্রামের সীতাকুণ্ডে ট্রেনে কাটা পড়ে আনুমানিক ৬৫ বছরের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।
শনিবার (১ নভেম্বর) দিবাগত রাত ২টার দিকে উপজেলার পৌরসদরের ইয়াকুবনগর এলাকায় এ ঘটনা ঘটে।
রেলওয়ে পুলিশ জানায়, গভীর রাতে ইয়াকুবনগর এলাকায় অজ্ঞাত পরিচয়ের ওই বৃদ্ধা ট্রেনে কাটা পড়ে মারা যান।
সীতাকুণ্ড জিআরপি ফাঁড়ির ইনচার্জ এসআই মো. আশরাফ ছিদ্দিক জানান, জিআরপি ফাঁড়ির পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। তার পরনে গোলাপী পেটিকোট ও হলুদ রঙের ব্লাউজ ছিল। পরিচয় সনাক্তের চেষ্টা চলছে।
এমএইচ/দেশবিদেশ