
চট্টগ্রাম নগরের হালিশহর এলাকায় ২০ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব-৭।
গ্রেপ্তার ব্যক্তির নাম মো. সালমান (৫০)। তিনি উত্তর হালিশহর এলাকার মৃত কবির আহম্মদের ছেলে।
শনিবার (১ নভেম্বর) বিকেল সাড়ে চারটার দিকে র্যাব-৭ এর একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
র্যাব সূত্রে জানা গেছে, তল্লাশির সময় তার বাড়ির রান্নাঘরে রাখা একটি প্লাস্টিকের বস্তা থেকে বিশেষ কৌশলে লুকানো ২০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক বাজারমূল্য প্রায় তিন লাখ টাকা বলে জানিয়েছে র্যাব।
র্যাব-৭ এর সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (গণমাধ্যম) এ আর এম মোজাফ্ফর হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়—কয়েকজন মাদক ব্যবসায়ী গাঁজা ক্রয়-বিক্রির উদ্দেশ্যে হালিশহর থানার উত্তর হালিশহর গলিচিপা পাড়ার হাজী বাড়ির মালেক সওদাগরের বাসায় অবস্থান করছে। পরবর্তীতে গ্রেপ্তার আসামিকে উদ্ধারকৃত মাদকদ্রব্যসহ হালিশহর থানায় হস্তান্তর করা হয়েছে আইনি ব্যবস্থা গ্রহণের জন্য।
এমআর/দেশবিদেশ