
চট্টগ্রামের মিরসরাইয়ে লরির ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বিকেল ৩টার দিকে বারইয়ারহাট পৌরবাজারের উত্তর পাশে ধুমঘাট সেতু এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—জোরারগঞ্জ ইউনিয়নের মধ্যম সোনাপাহাড় এলাকার মো. বাবুলের ছেলে রাসেল (২৮) ও একই এলাকার মৃত সাইফুল ইসলামের ছেলে শাহীন (২২)। দুর্ঘটনায় মোটরসাইকেলে থাকা আরও একজন আরোহী আহত হয়েছেন।
হাইওয়ে পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বিকেল তিনটার দিকে ধুমঘাট সেতু এলাকায় দ্রুতগামী একটি মালবাহী লরি মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে তিন আরোহী ছিটকে পড়ে। স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক রাসেলকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত শাহীনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে তার মৃত্যু হয়।
নিহত শাহীনের চাচা নূর নবী জানান, “আমার ভাতিজা এলাকার বড় ভাই রাসেলসহ মোটরসাইকেলে কোথায় যাচ্ছিল জানি না। হঠাৎ দুর্ঘটনার খবর পেয়ে বাড়িতে কান্নার রোল উঠেছে।”
জোরারগঞ্জ হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) বোরহান উদ্দিন বলেন, “ধুমঘাট সেতু এলাকায় লরির ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহত রাসেলের মরদেহ হেফাজতে রাখা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।”
আরএম/দেশবিদেশ